প্রথম প্রকাশের ৩০০ বছর পর এল ফরাসি অভিধানের নবম সংস্করণ
চার দশকের প্রচেষ্টার পর অবশেষে প্যারিসের পণ্ডিতরা ফরাসি অভিধানের একটি নতুন সংস্করণ প্রকাশ করতে সক্ষম হয়েছেন। ফ্রান্সের প্রাচীন এবং প্রভাবশালী 'ডিকশনারি দে ল'আকাদেমি ফ্রঁসেজ'-এর নবম সংস্করণটি আজ (১৫ নভেম্বর) প্যারিসের ঐতিহাসিক 'কলেজ দেস কাতর-ন্যাশন'-এ আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর হাতে তুলে দেওয়া হয়। খবর বিবিসি'র।
ফরাসি ভাষা ও সাহিত্যিক ক্ষেত্রে অবদানের জন্য নির্বাচিত 'ইমর্টালস' নামে খ্যাত ৪০ জন সদস্যদের নিয়ে গঠিত ফ্রেঞ্চ অ্যাকাডেমি ১৬৩৫ সালে কার্ডিনাল রিশেলিয়ুর হাত ধরে প্রতিষ্ঠিত হয়। ভাষার সুনির্দিষ্ট নিয়ম প্রণয়নের উদ্দেশ্যে তারা প্রথম 'ডিকশনারি' রচনার কাজ শুরু করেন।
প্রথম সংস্করণটি ১৬৯৪ সালে প্রকাশিত হয়। ১৯৩৫ সালে শেষ হওয়া অষ্টম সংস্করণের পর নবম সংস্করণের কাজ শুরু হয় ১৯৮৬ সালে। অবশেষে নতুন সংস্করণের শেষাংশ অন্তর্ভুক্তির মাধ্যমে এই প্রকল্প সম্পন্ন হয়েছে। সে হিসেবে ৯টি সংস্করণ প্রকাশ পেতে প্রায় চারশো বছর সময় লেগেছে।
অ্যাকাডেমির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই সংস্করণটি ১৯৫০-এর দশক থেকে বর্তমান সময় পর্যন্ত সময়কালকে তুলে ধরে। এতে নতুন ২১ হাজার শব্দ যুক্ত হয়েছে, যা ১৯৩৫ সালের সংস্করণের তুলনায় উল্লেখযোগ্য।
তবে ১৯৮০ ও ৯০-এর দশকে যুক্ত অনেক 'আধুনিক' শব্দ এখন পুরোনো হয়ে গেছে। ভাষার দ্রুত পরিবর্তনের কারণে অনেক বর্তমান শব্দই নতুন সংস্করণে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি। উদাহরণস্বরূপ, টিকটকার, ভ্লগ, স্মার্টফোন এবং ইমোজির মতো শব্দ অ্যাকাডেমির অভিধানে নেই, যা বাণিজ্যিক অভিধানে সাধারণত পাওয়া যায়। বরং, নতুন হিসেবে যুক্ত শব্দগুলোর মধ্যে সোডা, সনা, ইয়াপি এবং সুপারেট (ছোট দোকান)-এর মতো শব্দ রয়েছে।
এছাড়াও, নতুন সংস্করণে নারীদের পেশার জন্য ভিন্ন বিকল্প শব্দ সংযোজন করা হয়েছে, যা পূর্বের সংস্করণে অনুপস্থিত ছিল। যেমন- 'অ্যাম্বাসেডর' এবং 'প্রফেসর'-এর মতো পেশার নারীবাচক রূপ যোগ করা হয়েছে।
তবে পূর্ববর্তী সংস্করণে এই পরিবর্তন নেই, কারণ একাডেমি দীর্ঘসময় ধরে এর বিরোধিতা করেছে। একইভাবে, নবম সংস্করণের তৃতীয় অংশে 'ম্যারেজ' বা বিয়েকে শুধু এক পুরুষ ও এক নারীর মধ্যে সম্পর্ক হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে, যা বর্তমান ফ্রান্সে আর প্রযোজ্য নয়।
বিপরীতে, সমালোচকরা বলছেন যে অনলাইন অভিধানগুলো বৃহত্তর এবং দ্রুত পরিবর্তনশীল হওয়ায় অ্যাকাডেমির এই প্রয়াসের ব্যবহারিক উপযোগিতা কম।
অ্যাকাডেমির বর্তমান সভাপতি লেখক আমিন মালুফের তত্ত্বাবধানে প্রতি বৃহস্পতিবার বৈঠকে ভাষা বিশেষজ্ঞদের সংজ্ঞার ওপর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অ্যাকাডেমির 'ইমর্টালস' সদস্যদের মধ্যে রয়েছেন ইংরেজ কবি ও ফরাসি ভাষা বিশেষজ্ঞ মাইকেল এডওয়ার্ডস। দশম সংস্করণের কাজও ইতিমধ্যে আলোচনায় রয়েছে, তবে এটি প্রকাশ পেতেও দীর্ঘ সময় লাগতে পারে।
অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন