নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসি’র গ্রেপ্তারি পরোয়ানা: ব্যবস্থা নিতে প্রস্তুত নেদারল্যান্ডস
নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানার বিষয়ে ব্যবস্থা নিতে প্রস্তুত নেদারল্যান্ডস।
আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) দেশটির পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেল্ডক্যাম্পের বরাতে এ তথ্য জানিয়েছে ডাচ বার্তা সংস্থা এএনপি।
স্থানীয় নিউজ আউটলেট নোস জানিয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু যদি নেদারল্যান্ডসে আসেন, তবে তাকে গ্রেপ্তার করা হবে বলে হাউস অব রিপ্রেজেন্টেটিভসে জানিয়েছেন ভেল্ডক্যাম্প।
এখন থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্ত এবং হামাস নেতা মোহাম্মদ দেইফের সঙ্গে 'অপ্রয়োজনীয়' যোগাযোগ এড়িয়ে চলবে নেদারল্যান্ডস, যাদের বিরুদ্ধে আজ আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, 'নেদারল্যান্ডস রোম স্ট্যাটিউট সম্পূর্ণভাবে মেনে চলে।'
আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারির পর, এখন থেকে এই তিনজন রোম স্ট্যাটিউটের স্বাক্ষরকারী দেশসমূহ এবং আইসিসি'র সদস্য রাষ্ট্রগুলোয় ভ্রমণ করলে, ওই দেশ তাদেরকে গ্রেপ্তার করতে বাধ্য।
ভাবানুবাদ: তাবাসসুম সুইটি