নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা; প্রতিক্রিয়া জানিয়েছেন যে বিশ্বনেতারা
আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিচারকরা বৃহস্পতিবার (২১ নভেম্বর) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষা প্রধান ইয়োভ গালান্ত এবং হামাস নেতা ইব্রাহিম আল-মাসরির বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
এ বিষয়ে বিভিন্ন বিশ্বনেতা প্রতিক্রিয়া জানিয়েছেন।
জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান আল সাফাদি বলেছেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের সিদ্ধান্তকে অবশ্যই সম্মান জানাতে হবে এবং বাস্তবায়ন করতে হবে।
গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে 'যুদ্ধাপরাধ' আখ্যা দিয়ে তিনি আরও বলেন, 'ফিলিস্তিনিরা ন্যায়বিচার পাপ্য।'
তিনি আইসিসির এই সিদ্ধান্তকে 'গাজায় গণহত্যা বন্ধ' এবং অবরুদ্ধ ভূখণ্ডে ত্রাণ সরবরাহ নিশ্চিত করার বার্তা হিসেবে ভাবার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।
ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ক্রিস্টোফ লেমোইন বলেছেন, এই সিদ্ধান্তে ফ্রান্সের প্রতিক্রিয়া আদালতের সংবিধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
ফ্রান্স নেতানিয়াহুকে গ্রেপ্তার করবে কি না- সংবাদ সম্মেলনে এ প্রশ্নের জবাবে ক্রিস্টোফ লেমোইন বলেন, 'এটি একটি জটিল আইনি প্রশ্ন।'
তিনি বলেন, 'এটি এমন একটি বিষয়, যা আইনগতভাবে জটিল, তাই আমি আজ এ বিষয়ে মন্তব্য করতে চাই না।'
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল বলেছেন, এই পরোয়ানা জারির সিদ্ধান্ত 'রাজনৈতিক নয়' এবং আদালতের সিদ্ধান্তকে 'সম্মান ও বাস্তবায়ন' করা উচিত।
বৃহস্পতিবার আম্মানে জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বোরেল বলেন, 'আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নয় এবং এর প্রতি সম্মান দেখাতে হবে এবং বাস্তবায়ন করতে হবে।'
অন্যদিকে, নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানার বিষয়ে ব্যবস্থা নিতে প্রস্তুত বলে নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেল্ডক্যাম্প।
আজ দেশটির পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেল্ডক্যাম্পের বরাতে এ তথ্য জানিয়েছে ডাচ বার্তা সংস্থা এএনপি।
স্থানীয় নিউজ আউটলেট নোস জানিয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু যদি নেদারল্যান্ডসে আসেন, তবে তাকে গ্রেপ্তার করা হবে বলে হাউস অব রিপ্রেজেন্টেটিভসে জানিয়েছেন ভেল্ডক্যাম্প।
এখন থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্ত এবং হামাস নেতা মোহাম্মদ দেইফের সঙ্গে 'অপ্রয়োজনীয়' যোগাযোগ এড়িয়ে চলবে নেদারল্যান্ডস, যাদের বিরুদ্ধে আজ আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, 'নেদারল্যান্ডস রোম স্ট্যাটিউট সম্পূর্ণভাবে মেনে চলে।'
আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারির পর, এখন থেকে এই তিনজন রোম স্ট্যাটিউটের স্বাক্ষরকারী দেশসমূহ এবং আইসিসি'র সদস্য রাষ্ট্রগুলোয় ভ্রমণ করলে, ওই দেশ তাদেরকে গ্রেপ্তার করতে বাধ্য।
ভাবানুবাদ: তাবাসসুম সুইটি