বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠাতে কেন্দ্র সরকারকে উদ্যোগ নিতে বললেন মমতা
জাতিসংঘের শান্তিরক্ষী পাঠাতে ভারতের কেন্দ্র সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ (সোমবার) দেশটির বিধানসভার শীতকালীন অধিবেশনে যোগ দিয়ে তিনি একথা বলেন।
এনডিটিভির প্রতিবেদনে একথা জানানো হয়। এছাড়াও তৃণমূল নেত্রী মমতা বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত হস্তক্ষেপ দাবি করেছেন।
মমতার মতে, এই মুহূর্তে বাংলাদেশে জাতিসংঘের বিশেষ শান্তিরক্ষা বাহিনী মোতায়েন করা দরকার। একইসাথে বাংলাদেশের ঘটনা নিয়ে কেন্দ্রীয় সরকারের ভূমিকায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উষ্মাপ্রকাশ করেছেন।
তবে সীমান্তের বিষয়টা কেন্দ্রীয় সরকারের হাতে বলে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার কেন্দ্রের পরামর্শ মেনেই চলবে বলে জানান মমতা। একইসাথে বাংলাদেশ নিয়ে সংসদে প্রধানমন্ত্রী মোদিকে বিবৃতি দেওয়ার দাবি তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।