সবচেয়ে প্রাচীন বুনোপাখি হিসেবে পরিচিতি তার, ৭৪ বছরে এসে ডিম দিল
বিশ্বের সবচেয়ে বেশি বয়সি বুনো পাখি, 'উইসডম'। বয়স তার এখন ৭৪ বছর। তবে এখনও ডিম পেড়ে বাচ্চা ফুটিয়ে চলেছে সে। উইজডমকে তার নতুন সঙ্গীকে সাথে নিয়ে একটি ডিমের যত্ন নিতে দেখা গেছে। খবর বিবিসি'র।
লায়সান অ্যালবাট্রস প্রজাতির এই বুনো পাখিটি ১৯৫৬ সালে প্রথম চিহ্নিত হয়েছিল, তখন তার বয়স ছিল মাত্র পাঁচ। সাধারণত এই প্রজাতির পাখিরা ১২ থেকে ৪০ বছর বাঁচে। তার শেষ বাচ্চাটি ২০২১ সালে ফোটে। তার জীবনে ৩০টিরও বেশি বাচ্চা জন্ম নিয়েছে বলে মনে করা হয়।
যুক্তরাষ্ট্রের মৎস্য ও বন্যপ্রাণী বিভাগ জানিয়েছে, উইজডম এই বছর একটি নতুন সঙ্গীর সাথে উত্তর প্রশান্ত মহাসাগরে মিডওয়ে অ্যাটল-জাতীয় বন্য প্রাণীর আশ্রয়স্থলে অবস্থান করছে। তার আগের সঙ্গী আকেরামাইকে কয়েক বছর ধরে তার সাথে দেখা যায়নি।
এই প্রজাতির পাখিরা সাধারণত সারা জীবন এক সঙ্গীর সাথে জীবন কাটিয়ে দিলেও, উইজডম এ পর্যন্ত তিনটি সঙ্গীর সাথে জীবন অতিবাহিত করেছে।
মিডওয়ে বন্য প্রাণীর আশ্রয়স্থলের জীববিজ্ঞানীরা বলেছেন, উইজডমের ডিম থেকে বাচ্চা ফোটার সম্ভাবনা ৭০ থেকে ৮০ শতাংশ। তার বয়স এবং শক্তি এখনও প্রজননের জন্য উপযুক্ত।