ইমরান খানের স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে পাকিস্তানের আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানের একটি আদালত বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে দুর্নীতির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
স্থানীয় সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ-এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স। এর ফলে আবারও গ্রেপ্তার হতে পারেন বুশরা বিবি। দুই মাস আগে তিনি জামিনে মুক্তি পেয়েছিলেন।
বুশরা বিবি তার স্বামী ইমরান খানের শাসনামলে (২০১৮-২০২২) রাষ্ট্রীয় উপহার অবৈধভাবে বিক্রির একটি মামলায় নয় মাস কারাগারে থাকার পর গত অক্টোবরে মুক্তি পান।
অভিযোগ রয়েছে, বুশরা বিবি এবং ইমরান খান ১৪০ মিলিয়ন রুপিরও বেশি মূল্যের রাষ্ট্রীয় উপহার বিক্রি করেছেন। তবে, তারা উভয়েই এসব অভিযোগ অস্বীকার করেছেন।
বৃহস্পতিবার ইসলামাবাদের একটি আদালত এ মামলায় তার নামে নতুন গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
এআরওয়াই নিউজ জানিয়েছে, এ পরোয়ানার ফলে পাকিস্তানের দুর্নীতিবিরোধী সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোকে (এনএবি) তাকে গ্রেপ্তার করার ক্ষমতা পাবে।
৫০ বছর বয়সি বুশরা বিবি গত মাসে ইমরান খানের মুক্তির দাবিতে বড় ধরনের বিক্ষোভে নেতৃত্ব দেন। বিক্ষোভে ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) কয়েক হাজার সমর্থক অংশ নেন।
তবে বিক্ষোভের এক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের মুখে বুশরা খাইবার পাখতুনখোয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে পালিয়ে যান।
পিটিআই-এর দাবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে প্রায় এক ডজন সমর্থক নিহত ও শতাধিক আহত হয়েছেন। তবে, সরকার এ দাবি অস্বীকার করে জানায়, কোনো বিক্ষোভকারী নিহত হননি।