যুক্তরাজ্যে জিবি নিউজে মুসলিমদের নিয়ে সবচেয়ে বেশি সংবাদ প্রচার হয়েছে, বেশিরভাগই নেতিবাচক: গবেষণা
এক গবেষণায় দেখা গেছে, যুক্তরাজ্যে দুই বছরে মুসলিম এবং ইসলাম নিয়ে প্রচারিত মোট সংবাদের অর্ধেকেরও বেশি প্রচার করেছে জিবি নিউজ, এবং এর মধ্যে বেশিরভাগই ছিল নেতিবাচক।
সেন্টার ফর মিডিয়া মনিটরিং (সিএফএমএম)-এর প্রতিবেদনে বলা হয়েছে, দুই বছরে জিবি নিউজ ১৭ হাজারের বেশি বার মুসলিম বা ইসলাম নিয়ে খবর প্রচার করেছে। এটি যুক্তরাজ্যের মোট সম্প্রচারিত মুসলিম সংক্রান্ত খবরের ৫০ শতাংশ। বিবিসি নিউজ এবং স্কাই নিউজ যথাক্রমে ৩২ শতাংশ এবং ২১ শতাংশ খবর প্রচার করেছে।
প্রতিবেদন অনুযায়ী, জিবি নিউজে ইসলাম ও মুসলিমদের নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়, যা মুসলিম সম্প্রদায়ের বৈচিত্র্য এবং জটিলতা বুঝতে ব্যর্থ। এটি সমাজে উত্তেজনা সৃষ্টি করতে পারে এবং নাগরিক অস্থিরতাকে উৎসাহিত করতে পারে বলে গবেষকরা আশঙ্কা প্রকাশ করেছেন।
যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের সদস্য,সায়ীদা ওয়ারসি এই গবেষণাকে 'ভীতিকর' বলে অভিহিত করেন। অন্যদিকে, প্রাক্তন আইটিএন নির্বাহী ও অফকমের নিয়ন্ত্রক স্টুয়ার্ট পার্ভিস সম্প্রচার নিয়ন্ত্রক নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
গবেষণায় বলা হয়, জিবি নিউজ মুসলিমদের এমনভাবে তুলে ধরে, যা তাদের ব্রিটিশ সমাজের জন্য হুমকি হিসেবে উপস্থাপন করে। বিবিসি বা স্কাই নিউজের তুলনায় ৬০ শতাংশ বেশি ইসলামফোবিয়া বা ইসলামবিদ্বেষী বিষয়ক খবর জিবি নিউজে প্রচারিত হয়েছে।
গত গ্রীষ্মে ব্রিটেনে দাঙ্গার সময়, চ্যানেলটি মুসলিমদের দাঙ্গার জন্য 'মূল দায়ী' হিসেবে অভিহিত করেছে। মসজিদ এবং মুসলিম সম্প্রদায়ের ওপর হামলার ঘটনাগুলো চ্যানেলটি গুরুত্বের সঙ্গে প্রচার করেনি বলেও অভিযোগ করা হয়েছে।
সায়ীদা ওয়ারসি বলেন, 'মুসলিমদের বিরুদ্ধে এমন নেতিবাচক প্রচারণা বিপজ্জনক এবং সমাজে সংঘাত তৈরি করতে পারে। সরকার এবং নিয়ন্ত্রকদের এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত।'
সিএফএমএম-এর পরিচালক রিজওয়ানা হামিদ বলেন, জিবি নিউজের মুসলিমবিরোধী আধেয়ের কারণে অফকমের নিয়ন্ত্রক ব্যবস্থা প্রশ্নবিদ্ধ হয়েছে। তিনি বলেন, 'একটি শক্তিশালী নিয়ন্ত্রক সংস্থার উচিত সম্প্রচার নীতিমালার সাথে সামঞ্জস্য রেখে চ্যানেলগুলোকে নিয়ন্ত্রণ করা।'
জিবি নিউজ এই প্রতিবেদনকে 'ভিত্তিহীন ও পক্ষপাতদুষ্ট' বলে দাবি করেছে। তাদের একজন মুখপাত্র বলেন, 'এটি একটি পক্ষপাতদুষ্ট প্রচেষ্টা, যা মুক্ত মত প্রকাশের স্বাধীনতাকে দমন করার কৌশল ছাড়া আর কিছু নয়।'