একটি যুগের পরিসমাপ্তি: বন্ধ হচ্ছে ৪৫ বছরের ক্যামব্রিজ টাইপরাইটার কোম্পানি
দ্য ক্যামব্রিজ টাইপরাইটার কোম্পানি নামে একটি দোকান আগামী ৩১ মার্চ চিরতরের জন্য তাদের কার্যক্রম বন্ধ করতে যাচ্ছে।
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অ্যাভিনিউর ১০২ নম্বরে অবস্থিত আরলিংটনের এই দোকানের মালিক টম ফারিয়ার গত রোববার ফেসবুকে লেখেন 'একটি যুগের সমাপ্তি'।
তিনি তার ফেসবুক পোস্টে লেখেন, "৪৫ বছর পর আমি অবসরে যাচ্ছি এবং ক্যামব্রিজ টাইপরাইটার আগামী ৩১ মার্চ চিরতরে বন্ধ হয়ে যাবে। আমরা আর কোনো নতুন মেরামতের কাজ নিচ্ছি না, তবে শেষ পর্যন্ত টাইপরাইটার বিক্রি চালু থাকবে। আগামী কয়েক মাস ধরে আমি বন্ধের প্রক্রিয়া নিয়ে আপডেট জানাব। মার্চের শেষ দিকে আমরা একটি বড় অনুষ্ঠানের আয়োজন করব। এটি আসলে একটি টাইপ-ইন অনুষ্ঠান হবে, যা মূলত একটি রিটায়ারমেন্ট পার্টি।"
ফারিয়ার বলেন, পুরো মার্চ মাস জুড়ে একটি "বিজনেস বন্ধের সেল" চলবে। তিনি লিখেছেন, "সবকিছু বিক্রি করতে হবে। আশা করি, কিছু গ্রাহক দোকানের একটি ছোট অংশ কিনতে আগ্রহী হবেন।"
যাদের কোনো প্রশ্ন আছে, তারা দোকানের নম্বরে ৭৮১-৬৪৩-৭০১০ ফোন করতে পারবেন বলে তিনি জানিয়েছেন।
তিনি আরও লেখেন, "আমার সকল গ্রাহক এবং দোকানের বন্ধুদের ধন্যবাদ। এটি ছিল এক অসাধারণ ক্যারিয়ার। আমার কল্পনার চেয়েও বেশি। দোকান বন্ধ হওয়ার আগে আরও অনেক কিছু বলার আছে।"