গাজায় যুদ্ধবিরতির চূড়ান্ত খসড়া পেয়েছে হামাস ও ইসরায়েল
গাজায় যুদ্ধবিরতির একটি খসড়া চূড়ান্ত করেছেন মধ্যস্ততাকারীরা, এটি তাঁরা ইসরায়েল ও হামাসকে দিয়েছেন। যুদ্ধবিরতির আলোচনার বিষয়ে অবহিত কর্মকর্তারা জানান, গতকাল মধ্যরাতে আলোচনায় একটি ঐক্যমত্য হয়, যার ভিত্তিতে খসড়াটি প্রস্তুত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এবং আগামী ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণ করতে চলা ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।
কাতারে যুদ্ধবিরতি নিয়ে আবারো আলোচনা হচ্ছে। সেখানে চূড়ান্ত করা খসড়াটি উভয়পক্ষের আলোচকদের দেওয়া হয়েছে। নাম না প্রকাশের শর্তে ওই কর্মকর্তা জানান, আলোচকদের মধ্যে রয়েছেন, ইসরায়েলের দুই প্রভাবশালী গোয়েন্দা সংস্থা মোসাদ ও শিন বেথের প্রধান এবং কাতারের প্রধানমন্ত্রী।
তিনি আরও বলেন, এই আলোচনায় আরও অংশ নেন স্টিভ উইটকফ। ট্রাম্প দায়িত্বগ্রহণের পরে তিনিই হবেন মধ্যপ্রাচ্যে নতুন মার্কিন প্রেসিডেন্তের বিশেষ দূত, আলোচনায় উইটকফ-ও অংশ নেন। এছাড়া, বিদায়ী বাইডেন প্রশাসনের দূত ব্রেট ম্যাকগার্ক-ও উপস্থিত ছিলেন।
তিনি বলেন, 'আগামী ২৪ ঘণ্টা হবে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য গুরুত্বপূর্ণ সময়।'
এদিকে ইসরায়েলি এক কর্মকর্তার বরাত দিয়ে ইহুদিবাদী রাষ্ট্রের কান রেডিও বলেছে, কাতারে আলোচনায় অংশ নেওয়া হামাস ও ইসরায়েলের প্রতিনিধিরা একটি (যুদ্ধবিরতি) চুক্তির খসড়া পেয়েছেন। এবিষয়ে ইসরায়েলি নেতাদের এরমধ্যেই জানিয়েছেন ইসরায়েলি প্রতিনিধিরা।
এবিষয়ে মন্তব্যের জন্য বার্তাসংস্থা রয়টার্সের পক্ষ থেকে ইসরায়েল, হামাস ও কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করা হয়। তবে কেউই আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি, বা এখনই কোনো মন্তব্য করতে রাজী হয়নি।
হামাস ও ইসরায়েলের কর্মকর্তারা আলোচনায় অগ্রগতি হয়েছে বলে উল্লেখ করেন, কিন্তু চুক্তির একটি খসড়া চূড়ান্ত হয়েছে একথা নিশ্চিত করতে চাননি।
জ্যেষ্ঠ এক ইসরায়েলি কর্মকর্তা বলেন, হামাস প্রস্তাবটিতে সায় দিলে কিছুদিনের মধ্যেই একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে। আলোচনার সাথে ঘনিষ্ঠভাবে জড়িত এক ফিলিস্তিনি কর্মকর্তা বলেন, দোহায় আলোচনা বেশ 'সম্ভাবনা' দেখাচ্ছে। (যুদ্ধবিরতি কার্যকরের প্রসঙ্গে) উভয়পক্ষের মধ্যে দূরত্ব কমানো গেছে, সবকিছু ঠিকভাবে এগোলে এটি একটি চুক্তিতে রূপ নিতে পারবে বলে মন্তব্য করেন তিনি।