রাশিয়ায় সশস্ত্র বাহিনীর হয়ে যুদ্ধরত ১২ ভারতীয় নিহত
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ শুক্রবার জানিয়েছে, রাশিয়ার সশস্ত্র বাহিনীতে যুদ্ধরত অন্তত ১২ জন ভারতীয় নিহত হয়েছেন। আজ শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
সেইসঙ্গে মন্ত্রণালয় আরও জানিয়েছে যে, এখনও ১৮ জন ভারতীয় রুশ সেনাবাহিনীতে কর্মরত আছেন। তাদের মধ্যে রাশিয়া ১৬ জনকে "নিখোঁজ" হিসেবে তালিকাভুক্ত করেছে।
ভারত গত বছর বলেছিল, তারা একটি বড় মানবপাচার নেটওয়ার্কের তথ্য পেয়েছে। এটি তরুণদের রাশিয়ায় লোভনীয় চাকরি বা বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রতিশ্রুতি দিয়ে প্রলুব্ধ করে ইউক্রেন যুদ্ধে অংশ নিতে বাধ্য করছে।
এদিকে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়ালের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আপাতত যা জানা গিয়েছে, তাতে রাশিয়ার সেনাবাহিনীতে মোট ১২৬ জন ভারতীয় ছিলেন। তাদের মধ্যে ৯৬ জন ইতিমধ্যে ফিরে এসেছেন। বাকি ১৮ জনের মধ্যে ১৬ জন কোথায় আছেন, সে বিষয়ে কোনো খবর মেলেনি। রাশিয়ার পক্ষ থেকে তাদের 'নিখোঁজ বলে চিহ্নিত করা হয়েছে।'
আরও বলা হয়, নিখোঁজ ভারতীয়রা কোথায় আছেন, সেটা নির্ধারণ করতে ভারত সরকার রাশিয়ার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। আর এখনও যেসব ভারতীয় রাশিয়ান সেনাবাহিনীতে আছেন, তাদের দ্রুত ছেড়ে দেওয়া ও ভারতে ফেরত পাঠানোর বিষয়েও যোগাযোগ রাখা হচ্ছে।