ইউক্রেন নিয়ে আলোচনা করতে ট্রাম্পকে মস্কো সফরের আমন্ত্রণ জানিয়েছেন পুতিন: ক্রেমলিন
![](https://tbsnews.net/bangla/sites/default/files/styles/big_3/public/images/2025/02/13/v._putin.jpg)
ক্রেমলিন জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ইউক্রেনে চলমান যুদ্ধের অবসান নিয়ে আলোচনা করেছেন। তারা ভবিষ্যতে একে অপরের সঙ্গে সাক্ষাৎ করার বিষয়ে সম্মত হয়েছেন এবং পুতিন ট্রাম্পকে মস্কো সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
পুতিন সর্বশেষ ২০২২ সালের ফেব্রুয়ারিতে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলেন। ইউক্রেনে হাজার হাজার সেনা পাঠানোর আগে তিনি জো বাইডেনের সঙ্গে একটি ফোনালাপে অংশ নিয়েছিলেন।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস-এর প্রতিবেদনে বলা হয়েছে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, পুতিন ও ট্রাম্প মধ্যপ্রাচ্য, দ্বিপক্ষীয় সম্পর্ক, ইউক্রেন এবং ওয়াশিংটন ও মস্কোর মধ্যে বন্দি বিনিময় নিয়ে আলোচনা করেছেন।
পেসকভ বলেন, 'রুশ প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্টকে মস্কো সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং উভয় পক্ষের স্বার্থ আছে এমন ক্ষেত্র, বিশেষ করে ইউক্রেন সংকটের সমাধানের সাথে যুক্ত আমেরিকান কর্মকর্তাদের রাশিয়ায় স্বাগত জানানোর প্রস্তুতির কথা জানিয়েছেন।'
তিনি আরও জানান, 'পুতিন এবং ট্রাম্প তাদের ব্যক্তিগত যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে সম্মত হয়েছেন, যার মধ্যে ভবিষ্যতে মুখোমুখি বৈঠক করার পরিকল্পনাও রয়েছে।'
ট্রাম্প বারবার বলেছেন, তিনি ইউক্রেনের যুদ্ধ থামাতে চান এবং এই বিষয়ে পুতিনের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। তবে, এখনও শীর্ষ সম্মেলনের তারিখ বা স্থান সম্পর্কে কোনো ঘোষণা দেওয়া হয়নি।