ঈদের আগে পদ্মা সেতুতে মোটরসাইকেল চালুর সম্ভাবনা নেই
ঈদুল আযহার আগে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের অনুমতি দেওয়ার কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
রোববার (৩ জুলাই) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
উল্লেখ্য, গত ২৬ জুন সকাল থেকে পদ্মা সেতু যান পারাপারের জন্য খুলে দেওয়া হয়। কিন্তু বাইকারদের দৌরাত্ম্য এবং বাইক দুর্ঘটনায় দু'জনের মৃত্যুর ঘটনায় সেদিন রাতেই সেতু কর্তৃপক্ষের নির্দেশে পদ্মা সেতুর উপরে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
তাছাড়া অনেক বাইকার নিয়ম লঙ্ঘন করে সেতুতে থেমে সেলফি তোলে, সেতুর ওপর অনুমোদিত গতিসীমা ৬০ কিলোমিটার/ঘণ্টা উপেক্ষা করে বাইক চালায়।
প্রথম দিনে (২৬ জুন) সেতু পাড়ি দেওয়া যানের ৬০%-ই মোটরবাইক ছিল বলে সেতু কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো জানায়।
শুধু তাই নয়, নিষেধাজ্ঞা সত্ত্বেও পরদিন ২৭ জুন তারিখে পদ্মা সেতুর টোল প্লাজায় শত শত মোটরবাইক ভিড় করে।
তাদের মধ্যে অনেকেই তখন নিষেধাজ্ঞা এড়াতে অন্য উপায়ের আশ্রয় নেয়।
সরাসরি সেতু পাড়ি দেয়ার অনুমতি না থাকায়, বাইকাররা পিকআপ ভ্যান এবং ট্রাকে মোটরসাইকেল বোঝাই করে সেতুতে ওঠার চেষ্টা করে। মোটরসাইকেল বহনকারী পিকআপের ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নানা আলোচনার সৃষ্টি হয়।