আমদানি শুল্ক ফাঁকি দেওয়ার অভিযোগে ঢাকায় আটক ২৭ কোটির রোলস রয়েস
সম্প্রতি আমদানি শুল্ক পরিশোধ না করেই চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) থেকে অপসারণকৃত ২৭ কোটি টাকা দামের একটি নতুন রোলস রয়েস গাড়ি ঢাকা থেকে গতকাল (৬ জুলাই) জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।
জেডএন্ডজেড ইনটিমেটস লিমিটেড এই গাড়িটি যুক্তরাজ্য থেকে আমদানি করে। ইমপোর্ট পারমিট পর্যালোচনায় দেখা গেছে প্রতিষ্ঠানটি হংকং এবং বাংলাদেশের যৌথ উদ্যাগে পরিচালিত।
বুধবার সিআইআইডি এক প্রেস বিবৃতিতে জানায়, গাড়িটি বারিধারায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের বাসার গ্যারেজে লুকিয়ে রাখা হয়েছিল।
প্রেস বিবৃতিতে আরো বলা হয়, আমদানিকারক আমদানি শুল্ক পরিশোধ না করে বেআইনিভাবে একটি ব্যক্তিগত গ্যারেজে গাড়ি লুকিয়ে শুল্ক আইনের বিধান লঙ্ঘন করেছেন।
গাড়িটি আটক করে ঢাকা কাস্টম হাউসের শুল্ক গুদামে জমা প্রদান করা হয়েছে।
গত ২৭ এপ্রিল গাড়িটি খালাসের জন্য কাস্টমসে বিল অব এন্ট্রি দাখিল হলেও ৬৭৫০সিসির এই গাড়িটির এসেসমেন্ট করা হয়নি।
ইপিজেড থেকে গাড়িটি গত ১৭ মে রাতে অবৈধভাবে অপসারণ করে ঢাকার বারিধারায় নিয়ে আসা হয়।
আমদানিকৃত গাড়িটি ছাড়করণের জন্য গত ২৭ এপ্রিল বিল অব এন্ট্রি দাখিল করার পর ঠিক কী কারণে গাড়িটির শুল্কায়ন কার্যক্রম সম্পন্ন করা হয়নি সে বিষয়ে সিআইআইডির অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে।
কাস্টমস ও মূসক আইন মোতাবেক, ২ হাজার সিসি পর্যন্ত কার আমদানির জন্য শুল্ক মুক্ত সুবিধা প্রযোজ্য।