বিদ্যুৎ সাশ্রয়ের জন্য কর্মঘণ্টা কমানো, ওয়ার্ক-ফ্রম-হোমের সুপারিশ করবে জ্বালানি মন্ত্রণালয়
বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সপ্তাহিক কর্মঘণ্টা কমানো এবং ওয়ার্ক-ফ্রম-হোম বাস্তবায়ন করতে জনপ্রশাসন ও সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়কে সুপারিশ করবে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়। কর্মঘণ্টা ২ ঘন্টা কমানোর সুপারিশ করা হবে।
হস্পতিবার (৭ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক ই ইলাহি চৌধুরী।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানির দাম ক্রমাগত বেড়ে যাওয়ায় সরকার লোডশেডিং ও বিদ্যুৎ উৎপাদন সীমিত করতে বাধ্য হয়েছে। এ পরিস্থিতিতে জনগণকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
'আমরা যেহেতু বিদ্যুৎ খাতে ভর্তুকি বাড়াতে পারিনি, তাই আমরা উৎপাদন সীমিত করতে এবং লোডশেডিং দিতে বাধ্য হচ্ছি,' গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম ক্যাম্পাসভিত্তিক আইটি বিজনেস ইনকিউবেটর শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর-এর ভার্চুয়াল উদ্বোধনকালে বলেন তিনি।
বৈশ্বিক সংকটকালে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ইঙ্গিত নসরুল হামিদের
সারাদেশে এলাকাভিত্তিক লোডশেডিংয়ের রুটিন প্রস্তুত করতে কর্তৃপক্ষকে আদেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি দেশবাসীকে সাধ্যমতো সর্বোচ্চ পরিমাণ বিদ্যুৎ সঞ্চয়ের আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী জানান, তার সরকার বর্তমানে বিদ্যুৎ খাতে ২৮ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে।
তিনি বলেন, 'বিদ্যুৎকেন্দ্রগুলো চালু রাখার জন্য প্রয়োজনীয় গ্যাসের চাহিদা মেটাতে এলএনজি আমদানিতে ২৫ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হবে।'
এছাড়া প্রধানমন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সারাদেশে বিভিন্ন সামাজিক কর্মসূচি, কমিউনিটি সেন্টার, শপিংমল, দোকানপাট, অফিস ও বাড়িতে আলোকসজ্জা বন্ধ করার জন্যও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।