সিরিজ বাঁচানোর লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
প্রথম টি-টোয়েন্টি বৃষ্টিতে ভেসে যাওয়ার পর দ্বিতীয় টি-টোয়েন্টিতে দাপুটে জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি জিতে সিরিজ নিজেদের করে নিতে প্রস্তুত ক্যারিবীয়রা। বাংলাদেশের মিশন এই ম্যাচ জিতে সিরিজ বাঁচানোর।
সিরিজ বাঁচানোর লড়াইয়ে টস ভাগ্য পক্ষে এসেছে বাংলাদেশের। গায়ানাতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
এই ম্যাচে একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাদ পড়েছেন ডানহাতি পেসার তাসকিন আহমেদ। তার জায়গায় সুযোগ পেয়েছেন নাসুম আহমেদ। ওয়েস্ট ইন্ডিজও একটি পরিবর্তন এনেছে। কিমো পলের জায়গায় একাদশে ঢুকেছেন ডমিনিক ড্রেকস।
বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: কাইল মেয়ার্স, ব্র্যান্ডন কিং, শামার ব্রুকস, নিকোলাস পুরান (অধিনায়ক), রভম্যান পাওয়েল, ডমিনিক ড্রেকস, ওডেন স্মিথ, রোমারিও শেফার্ড, আকিল হোসেইন, ওবেদ ম্যাককয় ও হেইডেন ওয়ালশ।