রাজাপাকসে এখনও যাননি! অজ্ঞাত স্থান থেকে গ্যাস বিতরণের আদেশ দিলেন
শ্রীলঙ্কায় বিক্ষোভকারী জনতা দখলে নিয়েছে প্রেসিডেন্ট প্রাসাদ। জনরোষের ভয়ে অজ্ঞাত স্থানে লুকিয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। আর সেখান থেকেই জনবিচ্ছিন্ন এ রাষ্ট্রপতি নির্দেশনা জারি করে আবার আলোচনায় ফিরেছেন।
রোববার (১০ জুলাই) শ্রীলঙ্কান সেনাপ্রধান জেনারেল শেভেন্দ্র সিলভা জানান, প্রেসিডেন্ট সংশ্লিষ্ট কর্মকর্তাদের জনগণের মাঝে সুষ্ঠুভাবে রান্নার গ্যাস বিতরণের নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেন যে, বর্তমান রাজনৈতিক সংকট শান্তিপূর্ণভাবে সমাধানের পথ এখনও খোলা রয়েছে, এতে জনতার সমর্থন কামনা করেন তিনি।
এদিকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর বাসভবনে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় এপর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী।
- সূত্র- টাইমস অব ইন্ডিয়া