প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রী গদি না ছাড়া পর্যন্ত বাসভবন ছাড়বেন না শ্রীলঙ্কার বিক্ষোভকারীরা
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের সরকারি বাসভবন দখল করে নিয়ে সেখানে আস্তানা গেড়েছেন বিক্ষোভকারীরা। রাষ্ট্রযন্ত্রের শীর্ষ এ দুই ব্যক্তি পদত্যাগ না করা পর্যন্ত তাদের বাসভবন ত্যাগ করবেন না বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা।
রবিবার (১০ জুলাই) গণমাধ্যমকে এ সিদ্ধান্তের কথা জানান বিক্ষোভকারীদের মুখপাত্ররা।
'প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, ও সরকারকে পদত্যাগ করতে হবে,' বিক্ষোভস্থলে এক সংবাদ সম্মেলনে বলেন বিক্ষোভকারীদের একজন মুখপাত্র রুবান্তি দে চিকেরা।
শনিবার দেশটির সংসদের স্পিকার জানিয়েছেন, প্রেসিডেন্ট রাজাপাকসে আগামী ১৩ জুলাই পদত্যাগ করবেন। কিন্তু এ বিষয়ে খোদ প্রেসিডেন্ট কোনো বিবৃতি দেননি।
বরং রবিবার বিকেলে রাজাপাকসে অজ্ঞাত স্থান থেকে সরকারি কাজের আদেশ দিয়েছেন। তিনি দেশটির জনগণের মাঝে রান্নার গ্যাসের সুষ্ঠুভাবে বিতরণ বিষয়ক আদেশ দেন বলে তার দপ্তর থেকে জানানো হয়েছে।
শনিবার প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহ জানিয়েছিলেন তিনি পদ থেকে সরে দাঁড়াবেন। তার এ ঘোষণার কিছুক্ষণ পরে বিক্ষোভকারীরা তার ব্যক্তিগত বাসভবন জ্বালিয়ে দেয়।
পদত্যাগ বিষয়ে প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রীর প্রকৃত উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করছেন বিক্ষোভকারীরা।
'আমাদের সংগ্রাম শেষ হয়নি,' বলেন শিক্ষার্থী বিক্ষোভ নেতা লাহিরু বীরসেকারা। 'রাজাপাকসে ক্ষমতা ছাড়ার আগ পর্যন্ত আমরা আমদের সংগ্রাম থামাব না,' এএফপিকে বলেন তিনি।
সুষ্ঠুভাবে ক্ষমতার পালাবদলের বিষয়ে রবিবার শ্রীলঙ্কার রাজনৈতিক নেতাদের আরও আলোচনায় বসার কথা রয়েছে।
মার্কিন সেক্রেটারি অভ স্টেট অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছে, যেকোনো নতুন সরকারকেই জরুরিভিত্তিতে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্থিতিশীলতার দিকে মনোযোগ দিতে হবে।
এর আগে গতকাল শনিবার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে'র বাসভবন দখল করে নেয় বিক্ষোভকারীরা। এদিন বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে অনেকে আহত হন।
সূত্র: বিবিসি, দ্য টাইমস অভ ইন্ডিয়া