টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, নাসুমের অভিষেক
টি-টোয়েন্টির মতো ওয়ানডে সিরিজের শুরুতেও বৃষ্টির হানা থাকলো। ঠিক সময়ে টস হলো না। উইকেট ও আউটফিল্ড ভেজা থাকায় বারবার পর্যবেক্ষণ শেষে ২ ঘণ্টা ২০ মিনিট পর টস হলো। সিরিজের প্রথম এই ওয়ানডেতে টন ভাগ্য পক্ষে এসেছে বাংলাদেশের। গায়ানায় টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তামিম ইকবাল।
অনেক সময় পেরিয়ে যাওয়ায় ম্যাচের ওভার কমিয়ে আনা হয়েছে। ৪১ ওভারের ম্যাচ অনুষ্ঠিত হবে। একজন বোলার সর্বোচ্চ ৯ ওভার করতে পারবেন, চারজন বোলার ৮ ওভার করে করতে পারবেন। প্রথম পাওয়ার প্লে হবে ৮ ওভারের।
এই ম্যাচ দিয়ে বাংলাদেশের ওয়ানডে দলে অভিষেক হচ্ছে নাসুম আহমেদের। ২২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার পর ৫০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হচ্ছে বাঁহাতি এই স্পিনারের। বাংলাদেশের ১৩৮তম ক্রিকেটার হিসেবে ওয়ানডে অভিষেক হচ্ছে নাসুমের।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক) মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: নিকোলাস পুরান (অধিনায়ক ও উইকেটরক্ষক), শেই হোপ, রভম্যান পাওয়েল, শেমার ব্রুকস, ব্র্যান্ডন কিং, কাইল মায়ার্স, রোমারিও শেফার্ড, অ্যান্ডারসন ফিলিপ, গুডাকেশ মটি, জেডেন সিলস ও আকিল হোসেন।