৬৬ বছরে সিলেটে জুলাই মাসের উষ্ণতম দিন আজ
বৃহস্পতিবার সিলেটে ৩৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যা এ জেলায় গত ৬৬ বছরের মধ্যে জুলাই মাসের উষ্ণতম দিন।
৬৪ বছরের মধ্যে জুন মাসে সর্বোচ্চ বৃষ্টিপাতের পর এই জেলা ব্যাপক বন্যার সম্মুখীন হয়।
সিলেট আবহাওয়া অফিসের জ্যৈষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বলেন, "এধরনের উচ্চ তাপমাত্রা জেলায় সর্বশেষ ১৯৫৬ সালের জুলাই মাসে রেকর্ড করা হয়েছিল। বুধবার তাপমাত্রা ৩৭ দশমিক ৩ ও মঙ্গলবার ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।"
বৃহস্পতিবার সিলেট নগরীর সড়কগুলো ছিল জনশূন্য। মুষ্টিমেয় লোকজন যারা বিকালে বের হয়েছেন তাদের হাতে ছাতা ও পানির বোতল দেখা গেছে।
এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, চলমান তাপপ্রবাহ আরও এক বা দুদিন অব্যাহত থাকতে পারে। ৭২ ঘণ্টা পর বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে তারা।
আবহাওয়াবিদ তারিফুল নেওয়াজ কবির বলেন, "কিছু জায়গায় সামান্য বৃষ্টি হতে পারে। তবে তা গরম কমাতে যথেষ্ট হবে না। ১৭ বা ১৮ জুলাইয়ের পরে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে।"