খাদে পড়ে দাঁতাল হাতির মৃত্যু
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের রামুর ধোয়াপালং এলাকায় বিশালাকায় এক দাঁতাল হাতির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের ধোয়াপালং রেঞ্জের পশ্চিম গোয়ালিয়ার পাহাড়িছরা সংলগ্ন ধান ক্ষেতে মৃত অবস্থায় হাতিটি পাওয়া গেছে।
ধোয়াপালং রেঞ্জ কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন জানান, সকালে খবর পায় দুর্গম পশ্চিম গোয়ালিয়ার পাহাড়িছরা সংলগ্ন খাদে একটি হাতি পড়ে আছে। ঘটনাস্থলে গিয়ে হাতিটি সুরতহাল করে দেখা গেছে বয়োবৃদ্ধ হওয়ার কারণে হাতিটি নিজেকে সামলাতে না পেরে উঁচু থেকে খাদে পড়ে মারা গেছে। তার শরীরে কোথাও কোন আঘাতের চিহ্ন নেই। পুরুষ দাঁতাল হাতির দাঁতগুলোও অক্ষত রয়েছে। এরপরও ময়নাতদন্তের পর হাতিটির মৃত্যুর কারণ জানা যাবে।
রেঞ্জ কর্মকর্তা সাজ্জাদ হোসেন আরো জানান, খবর পেয়ে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. হুমায়ূন কবির, রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রনয় চাকমা, খুনিয়াপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল মাবুদসহ পদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে এসেছেন। ময়নাতদন্তের জন্য আসছেন ডুলাহাজারা সাফারি পার্কের ভেটেনারি সার্জন মোস্তাফিজুর রহমান।
খুনিয়াপালং ইউপি চেয়ারম্যান আবদুল মাবুদ বলেন, মনে হচ্ছে হাতিটি খাবারের খোঁজে লোকালয়ে এসেছিল। পশ্চিম গোয়ালিয়ার খাদের উঁচুতে গভীর রাতের কোনো একসময় নিচে পড়ে যায়। কেউ ফাঁদ পেতে বা আঘাত করে মেরেছে বলে মনে হচ্ছে না।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের ডিএফও মো. হুমায়ূন কবির বলেন, হাতিটির আচমকা মৃত্যু আমাদের ভাবাচ্ছে। কি কারণে হাতিটি মারা গেছে সেটা বের করার চেষ্টা চলছে। ময়নাতদন্তের পর হাতিটিকে পুতে ফেলা হবে।