খোলপেটুয়া’র সেই বাঁধ মেরামতে ৫০০ শ্রমিক
সাতক্ষীরা উপকূলে খোলপেটুয়া নদীর ভেঙে যাওয়া বেড়িবাঁধ মেরামতের কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। সোমবার (১৮ জুলাই) সকাল ৭টা থেকে বাঁধ মেরামতের কাজ শুরু হয়। বাঁধটি মেরামতে সার্বিক সহযোগিতা করছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।
এর আগে গত ১৪ জুলাই বুড়িগোয়ালিনী ইউনিয়নের পশ্চিম দুর্গাবাটি এলাকায় খোলপেটুয়া নদীর ১৫০ ফুট উপকূল রক্ষা বেড়িবাঁধ নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে পানিবন্দি হয়ে পড়ে ইউনিয়নের নয়টি গ্রামের ২৫ হাজার বাসিন্দা। ভেসে যায় মাছের ঘের, পুকুর ও কাঁকড়া খামার।
বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম জানান, '৫০০ উপকূলীয় বাসিন্দা বাঁধ মেরামত কার্যক্রম শুরু করেছেন। পানি উন্নয়ন বোর্ড ঠিকাদারের মাধ্যমে কাজ করছে। আমরা সার্বিক সহযোগিতা করছি।'
তিনি বলেন, 'ভাঙন কবলিত স্থান থেকে দূরে বাঁশ দিয়ে রিং বাঁধ তৈরি করা হচ্ছে। বাঁধ মেরামত কাজ আগামীকাল অথবা পরদিন শেষ হবে বলে ধারণা করছি। বাঁধ মেরামত শেষ না হওয়া পর্যন্ত নদীর জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ করবে।'
পানি উন্নয়ন বোর্ড দক্ষিণ-পশ্চিমাঞ্চল খুলনার প্রধান প্রকৌশলী এ. কে. এম. তাহমিদুল ইসলাম বলেন, 'বাঁধটি আকস্মিক ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে পানি উন্নয়ন বোর্ড থেকে মেরামতের জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়। নদীর পানির তীব্র জোয়ারের কারণে গত তিনদিনে মেরামত করা সম্ভব হয়নি। তবে প্রয়োজনীয় প্রস্তুতি আমাদের নেওয়া ছিল।'
তিনি আরও জানান, পাঁচ হাজার জিও ব্যাগ ও পর্যাপ্ত পরিমাণ বাঁশ দিয়ে মেরামত কার্যক্রম শুরু হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই মেরামতের কাজ শেষ হবে।