বড় পর্দায় অভিষেকের এক মাস পরেই মারা গেলেন 'এলভিস' অভিনেত্রী শোনকা ডুকুরেহ
কিংবদন্তী সঙ্গীত তারকা এলভিস প্রিসলির জীবনী অবলম্বনে নির্মিত চলচ্চিত্র 'এলভিস'-এ বিগ মামা থরটনের ভূমিকায় অভিনয় করা অভিনেত্রী শোনকা ডুকুরেহ মারা গেছেন। বৃহস্পতিবার ন্যাশভিলেতে নিজের বেডরুমে মৃত অবস্থায় পাওয়া যায় তাকে। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৪৪ বছর।
অভিনেত্রীর দুই সন্তানের একজন তাকে বিছানায় অচেতন অবস্থায় দেখতে পায় এবং অ্যাপার্টমেন্টের এক প্রতিবেশিকে দৌড়ে গিয়ে খবর দেয়। তিনি ৯১১ নম্বরে কল দিলে পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশ জানিয়েছে, নিহতের শরীরে ধস্তাধস্তির কোনো চিহ্ন পাওয়া যায়নি, যদিও মেডিকেল পরীক্ষকের কাছ থেকে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া এখনো বাকি।
চলতি বছরের জুনেই মুক্তি পেয়েছে বাজ লুরমান পরিচালিত, এলভিস প্রিসলির আত্মজীবনীমূলক মিউজিক্যাল চলচ্চিত্র 'এলভিস'। ১৯৫২ সালে থরটনের রেকর্ড করা 'হাউন্ড ডগ' গানটিতে পারফর্ম করেছিলেন ডুকুরেহ। সিনেমা মুক্তির পরপরই এটি ভাইরাল হয় ইন্টারনেটে।
'এলভিস' সিনেমার মাধ্যমেই বড় পর্দায় অভিষেক ঘটে অভিনেত্রী ও গায়িকা শোনকা ডুকুরেহ এর। এর আগে তাকে মার্কিন গায়িকা ডোজা ক্যাট এর সাথে পারফর্ম করতে দেখা গেছে। ডুকুরেহ ফিস্ক বিশ্ববিদ্যালয় থেকে থিয়েটার ডিগ্রি এবং ট্রেভেকা নাজারেন থেকে শিক্ষা ডিগ্রি অর্জন করেন।
গত মাসে রেডিও স্টেশন ওয়াইপিএলএন-এফএম'কে দেওয়া এক সাক্ষাতকারে অভিনেত্রী বলেছিলেন, অভিনয়ে আসার আগে তিনি সেকেন্ড গ্রেড শিক্ষক হিসেবে এবং গ্রীষ্মকালীন বিভিন্ন প্রোগ্রামে তরুণদের সাথে কাজ করেছেন। 'এলভিস' মুক্তি পাওয়ার পর ওইসব শিক্ষার্থীরা তার সাথে যোগাযোগ করে বলেও জানিয়েছিলেন তিনি।
সূত্র: দ্য গার্ডিয়ান