৪০০ রানের ইনিংসে ব্র্যাডম্যান-লারাদের পাশে নর্থইস্ট
স্যাম নর্থইস্ট; নামের মধ্যেই এপাড়-ওপাড় এক করে দেওয়ার একটা ব্যাপার আছে। ব্যাট হাতে তেমনই এক কাজ করলেন ইংলিশ এই ব্যাটসম্যান। দারুণ ইনিংস খেলার পথে রেকর্ড বইয়ে বোলার রোমার ওয়াকারের নামটিও জুড়ে দিলেন নর্থইস্ট। লেস্টারশায়ারের এই বোলারের বলেই ছক্কা মেরে প্রথম শ্রেণিতে ৪০০ রান পূর্ণ করেন তিনি। রেকর্ড বইয়ে নাম উঠলো তার, যে রেকর্ডে আছেন ডন ব্র্যাডম্যান, হানিফ মোহাম্মদ, ব্রায়ান লারার মতো কিংবদন্তিরা।
কাউন্টি চ্যাম্পিয়নশিপে লেস্টারশায়ারের বিপক্ষে 'কোয়াড্রপল সেঞ্চুরি' করে প্রথম শ্রেণিতে কয়েকটি রেকর্ড নিজের নামে করে নিলেন ৩২ বছর বয়সী নর্থইস্ট। লেস্টারশায়ারের ৫৮৪ রানের জবাবে ব্যাট করতে নেমে গ্ল্যামারগন প্রথম ইনিংসে রান পাহাড গড়ে, ৫ উইকেটে তোলে ৭৯৫।
রান পাহাড়ে চড়ার পথটি গড়েন নর্থইস্ট। ডানহাতি এই ব্যাটসম্যান ৪৫০ বলে ৪১০ রানের অপরাজিত ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৪৫টি চার ও ৩টি ছক্কা। চার-ছক্কা থেকেই ১৯৮ রান তুলেছেন গ্ল্যামরগনের এই ব্যাটসম্যান।
২০০৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে অ্যান্টিগুয়া টেস্টে ব্রায়ান লারার মহাকাব্যিক ৪০০ রানের ইনিংসের পর প্রথম কোনও ব্যাটসম্যান প্রথম শ্রেণিতে এক ইনিংসে ৪০০ রান ছুঁলেন। ড্র হওয়া সেই ম্যাচে লারা ৫৮২ বলে ৪৩টি চার ও ৪টি ছক্কায় ৪০০ রানে অপরাজিত থাকেন।
প্রথম শ্রেণিতে নর্থইস্টের ইনিংসটি ১১তম ৪০০ বা তার চেয়ে বেশি রানের ইনিংস। প্রথম শ্রেণির নবম ব্যাটসম্যান হিসেবে এই তালিকায় যুক্ত হলো তার নাম। নর্থইস্টের আগে প্রথম শ্রেণিতে আটজন ব্যাটসম্যান এক ইনিংসে ৪০০ রান স্পর্শ করেছেন, এর মধ্যে দুজন ব্যাটসম্যানের ৪০০ পেরনো দুটি করে ইনিংস আছে।
প্রথম শ্রেণিতে ৪০০ পেরনো ইনিংস খেলেছেন ব্রায়ান লারা (অপরাজিত ৫০১ ও অপরাজিত ৪০০), হানিফ মহম্মদ (৪৯৯), ডন ব্র্যাডম্যান (অপরাজিত ৪৫২), বাবাসাহেব নিম্বালকর (অপরাজিত ৪৪৩), বিল পন্সফোর্ড (৪৩৭ ও ৪২৯), আফতাব বালুচ (৪২৮), ক্যাম্পবেল ম্যাকলারেন (৪২৪) ও গ্রেম হিক (অপরাজিত ৪০৫)।
আরও কয়েকটি রেকর্ডে নাম তুলেছেন নর্থইস্ট। কাউন্টি চ্যাম্পিয়নশিপের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ৪০০ বা তার চেয়ে বেশি রানের ইনিংস খেললেন তিনি। তার ৪১০ রানের ইনিংসটি কাউন্টিতে তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত। তবে গ্ল্যামরগনের হয়ে ইতিহাস গড়েছেন তিনি, ক্লাবটির প্রথম ক্রিকেটার হিসেবে কোয়াড্রপল সেঞ্চুরি করলেন নর্থইস্ট। এটাই গ্ল্যামরগনের ইতিহাসের সর্বোচ্চ রানের ইনিংস।