১০০ কোটি রুপিতে রাজ্যসভার আসনের প্রলোভন, সিবিআই’র জালে প্রতারক চক্র
ভারতের রাজ্য সভার একটি আসনের 'দাম' কতো? রাজ্য সভার জন্য নির্বাচিত হতে হলে কত রুপি খরচ করতে হবে? ভারতের একটি প্রতারক চক্র পাক্কা ১০০ কোটি রুপির বিনিময়ে রাজ্যসভার আসন জয় করিয়ে দেওয়ার প্রলোভন পেতেছিল। কিন্তু শেষ পর্যন্ত পড়তে হলো নিরাপত্তা বাহিনীর জালে।
দেশটির সেন্ট্রাল ব্যুরো অভ ইনভেস্টিগেশন (সিবিআই) সম্প্রতি এমন একটি প্রতারণা দলের একজন সদস্যকে গ্রেপ্তার করেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
অর্থ স্থানান্তরের সময় ওই প্রতারককে গ্রেপ্তার করে সিবিআই। নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, গত কয়েক সপ্তাহ ধরে অভিযুক্ত ব্যক্তির ফোনে আড়ি পেতে তার পরিকল্পনার কথা শুনছিল সিবিআই।
এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে চারজনের বেশি ব্যক্তিকে শনাক্ত করেছে সংস্থাটি। এরা সবাই মিলে ওই প্রতারক চক্রটি পরিচালনা করতো। রাজ্যসভায় আসন জিতিয়ে দেওয়া, রাজ্যপাল বানিয়ে দেওয়া, সরকারি বিভিন্ন দপ্তরে বড় পদ দেওয়া ইত্যাদি প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের পাঁয়তারা কষেছিল তারা।
বিষয়টি নিয়ে একটি এফআইআর দাখিল করেছে সিবিআই। সেখান থেকে জানা গেছে, অভিযুক্তদের একজনের সরকারি দপ্তরের বড় কর্তাদের সঙ্গে ওঠাবসা ছিল। চক্রের আরেক সদস্য করমলকর প্রেমকুমার বান্দগার নিজেকে সিবিআই'র বড় কর্মকর্তা হিসেবে পরিচয় দিতেন। এ প্রতারকেরা বড় বড় আমলা ও রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের নাম ব্যবহার করে প্রায়ই মানুষের জন্য ফাঁদ পাতার ব্যবস্থা করতেন।
শুধু সাধারণ মানুষ নয়, পুলিশের ওপরও হম্বিতম্বি করেছিলেন প্রতারক বান্দগার। নিজের পরিচিত ব্যক্তিদের বাড়তি সুবিধা দেওয়ার জন্য নিজেকে সিবিআইয়ের অফিসার দাবি করে বিভিন্ন থানার পুলিশকে হুমকিধামকি দিতেন তিনি। এমনকি চলমান বিভিন্ন তদন্তে প্রভাব রাখার চেষ্টা করতেও পিছপা হননি এ প্রতারক।