সরকারি প্রকল্পে কত খরচ করা যাবে জানালেন প্রধানমন্ত্রী
বৈশ্বিক সংকটকালে সরকারি ব্যয় কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যেসব কেনাকাটা অবিলম্বে করা দরকারি নয়, সেগুলি এড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ সোমবার (২৫ জুলাই) মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন।
সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চ্যুয়ালি মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন শেখ হাসিনা। এসময় তিনি বলেন, 'যেসব কেনাকাটা অবিলম্বে করার দরকার নেই, সেগুলো আপাতত বন্ধ থাকবে'।
পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, ইতিমধ্যে প্রকল্পগুলোকে এ, বি ও সি—এই তিন শ্রেণিতে ভাগ করে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী 'এ' শ্রেণির প্রকল্পগুলোকে অবিলম্বে বাস্তবায়নের নির্দেশ দেন। এগুলোর জন্য প্রয়োজনীয় সব টাকাই খরচ করা যাবে।
'বি' শ্রেণির প্রকল্পের ক্ষেত্রে ৭৫ শতাংশ পর্যন্ত অর্থ ব্যয় করা যাবে। অন্যদিকে, সি শ্রেণির প্রকল্পের বাস্তবায়ন স্থগিত বন্ধ থাকবে।
এ ছাড়া বিমানের জন্য নতুন উড়োজাহাজ ক্রয়, প্রকল্প ব্যয় এবং সরকারি কর্মকর্তাদের গাড়ি ব্যবহারসহ বেশকিছু বিষয়ে প্রধানমন্ত্রীর দেয়া নির্দেশনার কথাও সাংবাদিকদের সামনে তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব।
খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, কোনো মন্ত্রণালয় যদি কোনো প্রকল্পের পুনঃশ্রেণিকরণ চায়, তাহলে তারা এনিয়ে অর্থ মন্ত্রণালয়ের সাথে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারবে।
সরকারি কর্মকর্তারা ক্রয়সংক্রান্ত বা বিদেশি সহায়তা নিয়ে আলোচনার কাজে বিদেশে যাওয়ার দরকার হলে তখন যেতে পারবেন। এ ছাড়া অন্যান্য বিষয়ে সরকারি খরচে বিদেশে যাওয়া যাবে না বলেও জানান তিনি।
উদাহরণ দিয়ে তিনি বলেন, যেমন ধরেন সরকারি টাকায় কোনো কর্মকর্তা বিদেশে স্টাডি ট্যুরে যেতে পারবেন না, এটা বন্ধ হবে।
এদিকে মন্ত্রিপরিষদের সভায় প্রধানমন্ত্রী দেশে ফসল উৎপাদন বৃদ্ধি ও সতর্কভাবে জ্বালানি ব্যবহারের ওপর গুরুত্ব দিয়েছেন বলেও উল্লেখ করেন সচিব।
একইসঙ্গে বিদ্যুৎ ব্যবহার এবং সরকারি ও বেসরকারি পরিবহনে জ্বালানি ব্যবহারে তিনি সকলের প্রতি সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন।