আগামী এক বছর গাড়ি কিনতে পারবে না ব্যাংকগুলো
আগামী ২০২৩ সালের জুন মাস পর্যন্ত নতুন কোনো গাড়ি না কিনতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার (২৭ জুলাই) সরকারের ব্যয়সংকোচনের অংশ হিসেবে নতুন এ ঘোষণা দেওয়া হয়।
এর পাশাপাশি ব্যাংকগুলোকে সেবা, ভ্রমণ, আসবাবপত্র ও স্টেশনারি ইত্যাদি ক্ষেত্রে খরচ ৫০ শতাংশ কমাতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।
এ দুই খাত থেকে সংকুচিত ব্যয় অন্য কোনো খাতে ব্যয় করা যাবে না বলেও নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এর আগে ব্যাংকগুলোকে বিদ্যুৎ ও এনার্জি খরচ কমাতে পরামর্শ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।
ব্যয়সংকোচন সম্পর্কিত সবধরনের তথ্য ও নথিপত্র ব্যাংক হেডকোয়ার্টারে রাখতে হবে এবং কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শক দল তা দেখতে চাইলে অবশ্যই দেখাতে হবে বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এছাড়া ব্যাংকগুলোকে তাদের গাড়ি ক্রয় ও অন্যান্য খরচের হিসাব বাৎসরিক আর্থিক বিবরণীতে প্রকাশ করার জন্যও নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।