শেবাগের সেঞ্চুরি ঠেকানো শ্রীলঙ্কান স্পিনার সুরাজ রান্দিভ এখন বাসচালক
২০১০ সালে ওয়ান ডে ইন্টারন্যাশনালে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামে ভারত। বীরেন্দর শেবাগের সেঞ্চুরি হতে আর বাকি এক রান। ঠিক সেই মুহূর্তে ইচ্ছাকৃতভাবে ওয়াইড বল করে শেবাগের সেঞ্চুরি ঠেকিয়ে দেন শ্রীলঙ্কার এক ক্রিকেটার। সুরাজ রান্দিভ নামক সেই স্পিনার এখন আছেন অস্ট্রেলিয়ায়, পেশায় তিনি এখন একজন বাসচালক।
২০০৪ সাল থেকে শ্রীলঙ্কার একটি জনপ্রিয় স্পোর্টস ক্লাবের মাধ্যমে ক্রিকেটে হাতেখড়ি হয় সুরাজ রান্দিভের। আইপিএলে চেন্নাই সুপার কিংস দলের সদস্য হয়েও খেলেছেন তিনি।
২০০৯ সাল থেকে শ্রীলঙ্কা দলের সদস্য হিসাবে খেলা শুরু করেন তিনি। অফ-স্পিনারের ভূমিকায় থাকা সুরাজ মোট ১২টি টেস্ট ম্যাচ, ৩১টি ওডিআই ম্যাচ এবং ১৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এই ম্যাচগুলোতে অংশগ্রহণ করে যথাক্রমে ৪৩, ৩৬ এবং সাতটি উইকেটও নিয়েছেন তিনি।
২০১১ সালে বিশ্বকাপ চলাকালীন শ্রীলঙ্কার দলে তাকে প্রথম দিকে না নেওয়া হলেও অ্যাঞ্জেলো ম্যাথিউজ আহত হলে তার বিকল্প হিসাবে বেছে নেওয়া হয় সুরাজকে।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের বিপক্ষে শ্রীলঙ্কা না জিতলেও স্টেডিয়ামে বিপুল জনতার ভিড়, খেলার মাঠে টানটান উত্তেজনা সুরাজের জীবনে বিশ্বকাপ ফাইনালের সেই ম্যাচ একটি মাইলফলক তৈরি করার মতোই।
মাত্র ৩৭ বছর বয়সেই খেলার মাঠ থেকে অবসর নেন সুরাজ।
বর্তমানে তিনি অস্ট্রেলিয়ার মেলবোর্নের বাসিন্দা। অস্ট্রেলিয়ায় গিয়ে তার পেশাগত জীবনেও আমূল পরিবর্তন এসেছে। বাস চালিয়ে জীবিকা নির্বাহ করছেন তিনি।
শ্রীলঙ্কার দলের সঙ্গে আন্তর্জাতিক স্তরে খেলা এই ক্রিকেটারের ভাগ্যে এমন পরিবর্তন আসলেও মাঠ পুরোপুরি ছাড়েন নি তিনি।
ড্যানডেনং ক্রিকেট ক্লাবের সদস্য হয়ে জেলা পর্যায়ে এখনও খেলা চালিয়ে যাচ্ছেন সুরাজ। এই ক্লাবের সঙ্গে প্যাট কামিন্স, পিটার সিডল এবং সারা এলিয়টের মতো জনপ্রিয় নামগুলো জড়িয়ে আছে।
এমনকি অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের সহায়তা করার জন্য নেট বোলার হিসাবেও সুরাজ রান্দিভ ডাক পান। আন্তর্জাতিক স্তরে না খেললেও ক্রিকেট মাঠের সঙ্গে তার সম্পর্ক এখনো শেষ হয়নি।
- সূত্র: দি ইকোনমিক টাইমস, আনন্দবাজার পত্রিকা