ছাত্রলীগে কোনো ক্যাডার নেই, তাই পুলিশের চাকরিতে নিয়োগের দাবি জানালেন এমপি
![](https://tbsnews.net/bangla/sites/default/files/styles/big_3/public/images/2022/07/28/70df31ee-c4b3-49a7-9307-008254e67e85.jpg)
স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পুলিশে ছাত্রলীগের অনুসারীদের নিয়োগের ব্যাপারে সুপারিশ গ্রহণ করার সুযোগ চেয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) সৈয়দা জোহরা আলাউদ্দিন।
বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেলে মৌলভীবাজার পুলিশ লাইনে মতবিনিময় সভায় তিনি এই 'দাবি' জানান।
এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সিলেট রেঞ্জের ডিআইজি মজিফ উদ্দিন আহমেদ, মৌলভীবাজার সদর আসনের এমপি নেছার আহমদ, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান প্রমুখ।
এমপি জোহরা আলাউদ্দিন বিশেষ অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় ছাত্রদলের পাঁচ হাজার ক্যাডারকে পুলিশে চাকরি দিয়েছে। আমাদের ছাত্রলীগের কর্মী যারা আছেন, তারা চাকরি পান না। এই ছেলেরা কি চাকরি পাওয়ার জন্য এতই অযোগ্য।
তিনি বলেন, 'এই ছেলেদের জন্য আমরা এমপি হয়েও অনুরোধের সুযোগ পাইনা। মন্ত্রী যদি আমাদের সুযোগ দেন, লিখিত পরীক্ষায় পাস করার পর ভাইবায় যেন আমরা তদবির করতে পারি। তাহলে আমাদের ছেলেমেয়েরা কিছুটা হলেও চাকরি পাবেন। আমার এই মিনতি, এই আর্জি।'
মতবিনিময় সভার সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।