তিন পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ, ইমনের অভিষেক
সমানে সমান লড়াইয়ে সমতায় আছে সিরিজ। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি হয়ে উঠেছে অলিখিত ফাইনাল। সিরিজ জয়ের অভিন্ন লক্ষ্য নিয়ে এই ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে।
আগের দুই ম্যাচের মতো এই ম্যাচেও টস ভাগ্য বিপক্ষে গেছে বাংলাদেশের। টস হেরে ফিল্ডিংয়ে নামছে সফরকারীরা। হারারে স্পোর্টস ক্লাবে ম্যাচটি বাংলাদেশ সময় বিকাল ৫টায় শুরু হবে।
সিরিজ জয়ের মিশনে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন মোসাদ্দেক হোসেন সৈকত। এই সিরিজে অধিনায়কত্ব পাওয়া নুরুল হাসান সোহান ইনজুরিতে ছিটকে যাওয়ার নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে মোসদ্দেককে।
বাংলাদেশ তাদের একাদশে তিনটি পরিবর্তন এনেছে। বাদ পড়েছেন ওপেনার মুনিম শাহরিয়ার ও শরিফুল ইসলাম। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন নাসুম আহমেদ ও পারভেজ হোসেন ইমন। বাংলাদেশের ৭৬তম টি-টোয়েন্টি খেলোয়াড় হিসেবে অভিষেক হচ্ছে বাঁহাতি ওপেনার ইমনের।
নুরুল হাসান সোহানের জায়গায় খেলছেন মাহমুদউল্লাহ রিয়াদ। যদিও তাকে এই সফরে টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছিল। কিন্তু সোহানের চোটের কারণে অভিজ্ঞ এই ক্রিকেটারকে টি-টোয়েন্টি স্কোয়াডে ভেড়ানো হয়। একাদশে ফেরানো হলেও তাকে অধিনায়কত্ব দেওয়া হয়নি। মোসাদ্দেক আছেন নেতার ভূমিকায়।
স্বাগতিক জিম্বাবুয়েও একাদশে তিনটি পরিবর্তন এনেছে। বাদ পড়েছেন ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগারাভা ও টানাকা চিভাঙ্গা। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন জন মাসারা, ভিক্টর নিয়াউচি ও ব্র্যাড ইভান্স।
বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস, এনামুল হক বিজয়, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেস সৈকত (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ ও হাসান মাহমুদ।
জিম্বাবুয়ে একাদশ: রেজিস চাকাবভা (উইকেটরক্ষক), ক্রেইগ আরভিন (অধিনায়ক), ওয়েসলি মাধেভেরে, সিকান্দার রাজা, শন উইলিয়ামস, ব্র্যাড ইভান্স, মিল্টন শুম্বা, রায়ান বার্ল, লুক জংওয়ে ও ভিক্টর নিয়াউচি, জন মাসারা।