ঢাকায় শুধুমাত্র কিউআর কোডযুক্ত রিকশা চলবে: মেয়র আতিক
ঢাকার রাস্তায় শুধুমাত্র কিউআর কোডযুক্ত রিকশা চলবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।
বুধবার গুলশান-২ এর ডিএনসিসির নগর ভবনে 'স্মার্ট হাট, স্মার্ট বাংলাদেশ' এর প্রতিবেদন ঘোষণা অনুষ্ঠানে তিনি একথা বলেন।
মেয়র আতিকুল ইসলাম বলেন, ঢাকা শহরে মাত্র ২৮ হাজার রিকশার লাইসেন্স দেওয়া ছিল। কিন্তু এখন দশ লাখেরও বেশি রিকশা চলছে। এগুলো শৃঙ্খলার মধ্যে নেই, কোনো ডাটাবেজ নেই। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আগের অনিবন্ধিত রিকশা তুলে দিয়ে নতুন করে কিউআর কোডযুক্ত দুই লাখ রিকশা নিবন্ধন দেব।
মেয়র জানান, কিউআর স্ক্যান করলেই বোঝা যাবে এই রিকশা কোথাকার, মালিক কে, গ্যারেজ কোথায়। অর্থাৎ যাবতীয় তথ্য পাওয়া যাবে এই কিউআর কোডের মাধ্যমে।
মেয়র বলেন, বিদ্যুৎ সাশ্রয়ের জন্য আমরা বিভিন্নভাবে কাজ করে যাচ্ছি। কিন্তু ব্যাটারিচালিত রিকশা সেই বিদ্যুৎ অপচয় করছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে অভিযান পরিচালনার মাধ্যমে ব্যবস্থা নেব।
এছাড়া, যেখানে-সেখানে গাড়ি পার্কিং করে সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি লাঘবের লক্ষ্যে গুলশান-বনানীতে পরীক্ষামূলকভাবে ৫০০টি গাড়ি পার্কিংয়ের জন্য অন স্ট্রিট স্মার্ট পার্কিংয়ের ব্যবস্থা করা হবে বলে ঘোষণা দেন উত্তরের মেয়র।
মেয়র আতিকুল ইসলাম বলেন, রাস্তায় ডিজিটাল পার্কিংয়ের প্রথম ধাপে সেপ্টেম্বরে আমরা সিটি করপোরেশনের রাস্তায় ৫০০ গাড়ির ডিজিটাল পার্কিংয়ের ব্যবস্থা করবো। আইওটি প্রযুক্তি ব্যবহার করে সেখানে গাড়ি পার্কি করা যাবে। আমরা বিষয়টি নিয়ে মিটিং করেছি। কলকাতায় আমরা দেখেছি ওয়ার্ডেন থাকে, তারা পজ মেশিন নিয়ে দাঁড়িয়ে থাকে। আমরাও সেরকম করতে চাই। আইওটি প্রযুক্তির মাধ্যমে সমগ্র সিস্টেমটি পরিচালনা করা হবে।
পার্কিং এলাকাগুলো ইজারার মাধ্যমে পরিচালিত হবে ও নির্দিষ্ট সময়সীমার জন্য ফি প্রদান করতে হবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে মেয়র পাইলট প্রকল্প হিসেবে এবারের উত্তর সিটির স্মার্ট হাটের লেনদেনের তথ্য তুলে ধরেন। বিভিন্ন ব্যাংক ও আর্থিকসেবা দানকারী প্রতিষ্ঠানের চ্যানেলে ৩৩ কোটি ৪০ লাখ ৫৬ হাজার ৯৭৯ টাকা লেনদেন হয়েছে বলে জানান তিনি।
এছাড়াও মেয়র বলেন, গাবতলীতে অবস্থিত উত্তর সিটির স্থায়ী পশুরহাটকে স্মার্ট করতে চাই এবং এটি করতে আমরা খুব বেশি সময় নেব না।