টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, ফিরলেন মুশফিক
টি-টোয়েন্টি সিরিজটা ভালো যায়নি বাংলাদেশের। চরম ব্যাটিং ব্যর্থতায় প্রথমবারের মতো জিম্বাবুয়ের বিপক্ষে সংক্ষিপ্ততম ফরম্যাটে সিরিজ হেরেছে বাংলাদেশ। এবার ওয়ানডে দিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় সফরকারীরা। সেই লক্ষ্যে প্রথম ওয়ানডেতে মাঠে নামছে তামিম ইকবালের দল।
জিম্বাবুয়ে সফরে টস ভাগ্য কেবল বাংলাদেশের বিপক্ষেই যাচ্ছে। তিন টি-টোয়েন্টিতেই টস হারে বাংলাদেশ। প্রথম ওয়ানডেতেও তাই হয়েছে। টস হেরে ব্যাটিংয়ে নামছে তারা। হারারে স্পোর্টস ক্লাবে ম্যাচটি বাংলাদেশ সময় বেলা সোয়া ১টায় শুরু হবে।
এই ম্যাচ দিয়ে বাংলাদেশ দলে ফিরলেন মুশফিকুর রহিম। হজ করতে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছুটি নিয়েছিলেন তিনি। মাঝে তিনটি ওয়ানডেতে খেলা হয়নি তার।
প্রিমিয়ার লিগে দারুণ পারফরম্যান্স করে জাতীয় দলে সুযোগ পাওয়া এনামুল হক বিজয়কে একাদশে নেওয়া হয়েছে। তিন বছর পর এই ফরম্যাটে খেলছেন তিনি। সর্বশেষ ২০১৯ সালের জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে খেলেন ডানহাতি এই ব্যাটসম্যান।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান ও মোসাদ্দেক হোসেন সৈকত।
জিম্বাবুয়ে একাদশ: রেজিস চাকাভা (অধিনায়ক), ইনোসেন্ট কায়া, ওয়েসলে মাধেভেরে, তারিসাই মাসাকানকা, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা, রায়ান বার্ল, লুক জংওয়ে, ভিক্টর নিয়াউচি, রিচার্ড এনগারাভা ও ওয়েলিংটন মাসাকাদজা।