নাক উঁচু স্বভাবের জন্যেই বলিউড পার্টিতে যান না আমির? আসল কারণ জানালেন অভিনেতা!
আপাতত বলিউডের সব জায়গায় আমির খানকে নিয়ে চর্চা। আর হবে নাই বা কেন! 'মিস্টার পারফেকশনিস্ট'-এর নতুন সিনেমা 'লাল সিং চাড্ডা' আসছে যে! কয়েকদিন আগে এই ছবির প্রচারে করণ জোহরের 'কফি উইথ করণ'-এ এসেছিলেন আমির খান এবং সিনেমার নায়িকা কারিনা কাপুর খান।
হলিউডের বিখ্যাত চলচ্চিত্র 'ফরেস্ট গাম্প'-এর হিন্দি রিমেক লাল সিং চাড্ডা। বছরখানেক ধরে করোনা আর লকডাউনের কারণে বারবার পিছিয়েছে ছবির মুক্তি। অবশেষে ১১ আগস্ট আসছে সেই বহু প্রতীক্ষিত দিন।
তবে আমিরের সিনেমা যতই হিট হোক না কেন, বলিউডের অন্দরের সব পার্টিতে কিন্তু আমির থাকেন না বললেই চলে! এই নিয়ে নানা গুজবও রয়েছে। কারো কারো মতে, নাক উঁচু স্বভাবের আমিরের নাকি একেবারেই পছন্দ না ফিল্মি পার্টি। তাই চেষ্টা করেন এড়িয়ে যেতে।
এ বিষয়ে করণ জোহরের শো-তে আমির খান বলেন, 'যখনই ২০০ লোকের পার্টি থাকে, আমির পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়!'
যদিও আমির মেনে নেন যে তিনি মোটেও 'পার্টি লাভার' নন, বরং গুটিকয়েক বন্ধুদের সঙ্গে নিয়ে পার্টিতে এক কোণায় বসে থাকতেই পছন্দ করেন। তবে অভিনেতা বলেন, "এত জোরে জোরে গান বাজে সেসব পার্টিতে। আপনি শুধু দেখতে পাবেন সবার গলার শিরাগুলো ফুলে ফুলে উঠছে, কারণ তাদের এত জোরে কথা বলতে হচ্ছে।"
প্রসঙ্গত, কফি উইথ করণের ৭ নম্বর সিজনের পঞ্চম এপিসোডে এসেছিলেন আমির-কারিনা। এদিকে আমির খানের সিনেমা 'লাল সিং চাড্ডা' বয়কট করার দাবি উঠেছে টুইটারে। ২০১৮ সালে আমিরের বলা 'ভারতের সহনশীলতা ক্রমশ কমে যাচ্ছে' মন্তব্যকে ঘিরেই আবারও সমালোচনা তুঙ্গে উঠেছে।
গণমাধ্যমকে আমির খান এই প্রসঙ্গে বলেছেন, "আমার এটা ভেবে আরও খারাপ লাগে যে, এই ধরনের প্রচার যারা করছে তারা অনেকেই মনে মনে বিশ্বাস করে আমি ভারতবর্ষকে ভালোবাসি না। এটা সত্যি নয়। বরং এটা ভুল আর মিথ্যা। দয়া করে আমার ছবি বয়কট করবেন না। দয়া করে ছবিটি দেখুন।"