জ্বালানির মূল্যবৃদ্ধি ঘিরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির আশঙ্কা ডিএমপির, কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিকে কেন্দ্র করে রাজধানীতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির আশঙ্কা করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এজন্য কর্মকর্তাদের সতর্ক থাকতে বলেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সার্বক্ষণিক আপডেটও ডিএমপির নিয়ন্ত্রণকক্ষকে জানাতে বলা হয়েছে।
ডিএমপি আশঙ্কা করছে, কোনো ব্যক্তি বা গোষ্ঠী এমন পরিস্থিতি সৃষ্টি করতে পারে।
দেশের একটি বহুল প্রচারিত গণমাধ্যম জানিয়েছে, শনিবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের পক্ষ থেকে অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এ কে এম হাফিজ আক্তার ওয়্যারলেস সেটের মাধ্যমে মাঠপর্যায়ের কর্মকর্তাদের এ নির্দেশনা দিয়েছেন।
গণমাধ্যমটি জানায়, শনিবার দুপুরে রাজধানীতে একটি ঝটিকা মিছিল বের হয়। মিছিলে অংশ নেওয়ারা পুলিশের একটি গাড়িও ভাংচুর করে। তবে মিছিলটি কারা করেছে- পুলিশ তা জানাতে পারেনি। তবে আর জন্য এমন পরিস্থিতি তৈরি না হয় সেজন্য মাঠপর্যায়ের কর্মকর্তাদের পরিস্থিতি পর্যবেক্ষণ এবং নিয়ন্ত্রণ করতে বলা হয়েছে।