আইপিএল দলের মালিক চড় মেরেছিলেন টেলরকে
তখন তার ক্যারিয়ারের সেরা সময়। তাকে নিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দলগুলোর মধ্যে কাড়াকাড়ি পড়ে যেতো। এমন তারকা ক্রিকেটার হয়েও অবশ্য বাজে অভিজ্ঞতার শিকার হয়েছিলেন রস টেলর। রাজস্থান রয়্যালস ফ্র্যাঞ্চাইজির এক মালিক তাকে চড় মেরেছিলেন বলে জানিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক এই ক্রিকেটার।
নিজের আত্মজীবনী 'ব্ল্যাক এন্ড হোয়াইট'-এ এমন ঘটনার কথা উল্লেখ করেছেন টেলর। বর্ণনায় তিনি লিখেছেন, সেদিনের ম্যাচে শূন্য রানে আউট হওয়ায় রাজস্থান রয়্যালস ফ্রাঞ্চাইজির এক মালিক ম্যাচ শেষে তিন-চারবার চড় মারেন তাকে।
২০১১ আইপিএলে মোহালিতে কিংস ইলেভেন পাঞ্জাবের মুখোমুখি হয় টেলরের দল রাজস্থান রয়্যালস। ঐ ম্যাচে ১৯৫ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নামে রাজস্থান। বড় ব্যবধানে হারা সেই ম্যাচে শূন্য রানে আউট হন টেলর। ম্যাচ শেষে দলের এক আড্ডায় টেলরকে তিন-চারবার চড় মারেন রাজস্থানের এক মালিক। ফ্র্যাঞ্চাইজি মালিকের নাম উল্লেখ করেননি টেলর।
আত্মজীবনীতে টেলর লিখেছেন, 'মোহালির ম্যাচে পাঞ্জাবের বিপক্ষে খেলেছিল রাজস্থান। ১৯৫ রানের টার্গেট ছিলো। আমি শূন্য রানে এলবিডব্লু হই। লক্ষ্যের ধারেকাছেও যেতে পারিনি আমরা। ম্যাচের পর পুরো দল, সাপোর্ট স্টাফ এবং মালিকপক্ষ হোটেলের উপরের ফ্লোরে একটি পানশালায় ছিল। হঠাৎ রাজস্থানের এক মালিক আমাকে এসে বলেন- "রস, তোমাকে লাখ লাখ ডলার দিয়ে শূন্য রান করার জন্য নিয়ে আসিনি।" এরপরই আমাকে তিন-চারবার চড় মারে ওই ব্যক্তি।'
চড়গুলো অপদস্ত করতে নাকি মজা করে মারা ছিল, সেটা নিয়ে অবশ্য টেলরের মাঝে দ্বিধা আছে। তিনি লিখেছেন, 'ওই ঘটনার পর তারা হাসাহাসি করছিল। খুব জোরেও ছিলো না চড়গুলো। কিন্তু একবারও মনে হয়নি সেটা অভিনয় ছিল। ওই পরিস্থিতিতে আমি এটা নিয়ে কোনো ঝামেলা তৈরি করতে চাইনি। তবে কোনও পেশাদার প্রতিযোগিতায় এ রকম হতে পারে বলে আমার ধারণা ছিল না।'
২০১১ আইপিএলে রাজস্থানের হয়ে খেলেন টেলর। এর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে তিন মৌসুম খেলেন নিউজিল্যান্ডের তারকা এই ব্যাটসম্যান। পরবর্তীতে দিল্লি ডেয়ার ডেভিলস এবং পুনে ওয়ারিয়র্সের হয়েও আইপিএল খেলেছেন টেলর। দেশের হয়ে ১১২ টেস্ট, ২৩৬ ওয়ানডে ও ১০২টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি।