উইমেন্স চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ৫০ ম্যাচ
প্রথমবারের মতো মেয়েদের ফিউচার ট্যুর প্রোগ্রাম (ভবিষ্যৎ সফর সূচি) চূড়ান্ত করেছে আইসিসি। ২০২২-২০২৫ চক্রে কোন দল কতগুলো ম্যাচ খেলার সুযোগ পাবে, তা প্রকাশ করা হয়েছে। গত মে মাসে শুরু হওয়া চক্রটি ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত চলবে। এই চক্রে ১০টি দলের মোট ম্যাচ ৩০১টি।
বাংলাদেশ নারী ক্রিকেট দল দল ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ৫০টি ম্যাচ খেলবে, যা আগের তুলনায় অনেক বেশি। তিন বছরের এই চক্রে ২৪টি ওয়ানডে ও ২৬টি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। এই চক্রে কেবল ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের কোনো খেলা নেই।
মাস দুয়েক আগে আইসিসি জানিয়েছিল, ১০ দলের সবাই আগামী তিন বছরে আটটি তিন ম্যাচের সিরিজ (চারটি হোম ও চারটি অ্যাওয়ে) খেলবে। চক্র শেষে শীর্ষ পাঁচটি দল ও স্বাগতিকরা ২০২৫ বিশ্বকাপে সরাসরি জায়গা পাবে। বাকি দলগুলোকে বাছাইপর্ব পেরিয়ে যেতে হবে।
২০১১ সালের নভেম্বরে ওয়ানডেতে যাত্রা শুরু হয় বাংলাদেশের। এরপর ১১ বছরে ৫০ ওভারের এই ফরম্যাটে মাত্র ৪৯টি ম্যাচ খেলেছে তারা। পরের বছর টি-টোয়েন্টিতে অভিষেক হলেও সংক্ষিপ্ততম এই ফরম্যাটে বেশি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ২০১২ সালের আগস্টে অভিষেকের পর এখন পর্যন্ত ৭৯টি টি-টোয়েন্টি খেলেছে তারা।
ওয়ানডে ও টি-টোয়েন্টির সংখ্যা বাড়লেও টেস্ট খেলার অপেক্ষা আপাতত ফুরোচ্ছে না বাংলাদেশের। অপেক্ষাটা আরও দীর্ঘ হবে সালমা, জাহানারা, রুমানাদের। নতুন চক্রে টেস্টে বাংলাদেশের কোনো ম্যাচ রাখা হয়নি।
বাকি দলগুলোর মতো ৮টি সিরিজ খেলবে বাংলাদেশ। ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাটিতে খেলবে বাংলাদেশের মেয়েরা। সফর করবে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজে। আয়ারল্যান্ড ছাড়া প্রতিটি দলের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ খেলবে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি।
এই চক্রে বাংলাদেশের মিশন শুরু হবে আগামী ডিসেম্বরে, নিউজিল্যান্ড সফর দিয়ে। এই সফরে থেকে ফিরে আগামী বছরের শুরুতে শ্রীলঙ্কা সফরে যাবে মেয়েরা। ২০২৩ সালের জুন-জুলাইয়ে বাংলাদেশ সফরে আসবে ভারত। অক্টোবর-নভেম্বরে ঘরের মাঠেই পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে রুমানা-সালমারা।
২০২৪ সালের মার্চ-এপ্রিলে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া। ডিসেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে খেলার পর তারা যাবেন ওয়েস্ট ইন্ডিজ সফরে। এই সফর দিয়ে শেষ হবে বাংলাদেশের উইমেন্স চ্যাম্পিয়নশিপের চক্র।