ভারত আওয়ামী লীগকে টিকিয়ে রাখতে পারবে না: গয়েশ্বর
ভারত আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
গতকাল পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের ভারত সফর নিয়ে করা মন্তব্যের প্রেক্ষিতে এমন কথা বলেন তিনি।
"আওয়ামী লীগকে ক্ষমতায় রাখা দূরের কথা, দলটিকে নিলামে তুললেও কেউ নিতে চাইবে না"।
আজ (১৯ আগস্ট) প্রেসক্লাবে বাংলাদেশ ইয়ুথ ফোরামের আয়োজিত 'বিদ্যুৎ-জ্বালানি সংকটে বাংলাদেশ, নিয়ন্ত্রণহীন দ্রব্যমূল্য' শীর্ষক আলচনা সভায় বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন তিনি।
'আমরা যদি নির্বাচন না করি, এই সরকারকে কে রাখবে? ভারত? কোয়াইট ইম্পসিবল।'
'দেশের সব কিছুর দাম বেড়েছে। শুধু দাম কমেছে আওয়ামী লীগের। দিন যতই যাচ্ছে ততই আওয়ামী লীগের দাম কমছে। বর্তমান আওয়ামী লীগকে নিলামে তুললে কেউ কিনতে চাইবে না।'
'সরকার বলছে, আমরা ষড়যন্ত্র করছি। সরকারকে বিদায় দেয়া ষড়যন্ত্র নয়, এটি দেশের মানুষের নৈতিক দায়িত্ব,' যোগ করেন তিনি।
জনগণ রাজনৈতিক সিদ্ধান্ত নেবে মন্তব্য করে তিনি বলেন, 'মানুষ কখন সংগ্রাম করে শাসনব্যবস্থা পরিবর্তন করে, যখন তারা বুঝতে পারে, তারা শোষিত হচ্ছে।'
বর্তমান সরকারের শাসনামলে দেশের মানুষ অধিকারবিহীন আছে দাবি করে তিনি বলেন, 'গণতন্ত্রের সঙ্গে তাদের সম্পর্ক নেই। তারা গণতন্ত্র বিশ্বাস করে না, আইনের শাসন বিশ্বাস করে না, তারা মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে না।'
'অর্থমন্ত্রী আইন করেছেন, বিদেশ থেকে অবৈধ টাকা আনার জন্য৷ আইন করে কখনও টাকা আনা যায়, এটা আমি শুনিনি। যে দেশের ব্যাংক, সরকার, তারা চাইলে একমাত্র টাকা ফেরত আনা সম্ভব।'