সব মামলায় জামিনে মুক্ত হয়েই সদলবলে মহড়া দিলেন সম্রাট
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাট জামিনে মুক্ত হওয়ার তিন দিন পর প্রথমবারের মতো প্রকাশ্যে এসেই এক মহড়া দিয়েছেন।
শুক্রবার (২৬ আগস্ট) দুপুরে যুবলীগের কয়েক হাজার নেতা-কর্মী নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে যান তিনি।
এ সময় তার গাড়ির সামনে ছিল মোটরসাইকেলের বহর। অন্যান্য কর্মী ও সমর্থকেরা ছিলেন পিক-আপ ভ্যানে।
শুক্রবার ছুটির দিন হলেও ধানমন্ডির রাসেল স্কয়ারসহ আশপাশের সড়কে মহড়ার কারণে প্রায় তিন ঘণ্টা যানজট ছিল।
যুবলীগ থেকে সম্রাটকে বহিষ্কার করা হলেও যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর কমিটির বিভিন্ন পর্যায়ের নেতারা তার মহড়ায় অংশ নিয়েছেন।
২০১৯ সালের ৬ অক্টোবর একটি অবৈধ জুয়ার র্যাকেটের সাথে সম্পৃক্ততার জন্য কুমিল্লা থেকে সম্রাটকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
কাকরাইলের ভূঁইয়া ট্রেড সেন্টারে সম্রাটের অফিসে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ইয়াবা ট্যাবলেট, বিদেশি মদের বোতল ও দুটি ক্যাঙ্গারুর চামড়া উদ্ধার করে র্যাব।
বন্যপ্রাণী সুরক্ষা আইনে ক্যাঙ্গারুর চামড়া রাখার দায়ে সম্রাটকে ছয় মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। তাকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
পরে তার বিরুদ্ধে রমনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে আরও দুটি মামলা দায়ের করা হয়।
গত ২২ আগস্ট সব মামলা থেকে জামিনে মুক্তি পান তিনি। ১৯ সেপ্টেম্বর পর্যন্ত এ জামিন কার্যকর হবে।