‘ভালোবাসার নৌকা পাহাড় বাইয়া চলে’
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের উৎপত্তি চীনে। দেশটিতে এ পর্যন্ত ৮১ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত ও ৩ হাজার ২৮৭ জন মারা গেছেন। প্রাথমিক ধকল সামলিয়ে চীন এখন ভালোভাবেই ঘুরে দাঁড়াচ্ছে।
এমনকি দেশটি বিভিন্ন দেশের দিকে বাড়িয়ে দিয়েছে সাহায্যের হাত। বাংলাদেশের সঙ্গে চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বেশ দারুণ। করোনা ভাইরাস মোকাবেলায় বাংলাদেশও পাচ্ছে দেশটির সাহায্য।
চীনা দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়, সেদেশ থেকে দ্বিতীয় ধাপে পাঠানো করোনা মোকাবেলায় ব্যবহৃত চিকিৎসা সামগ্রী বৃহস্পতিবার সন্ধ্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রহণ করবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তার সঙ্গে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং।
সেই সামগ্রীর প্যাকেটে চীনা ও বাংলা ভাষায় লেখা রয়েছে, 'ভালোবাসার নৌকা পাহাড় বাইয়া চলে'।
জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)-এর তথ্যমতে বাংলাদেশে এ পর্যন্ত ৪৪ জনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে। এদের মধ্যে মারা গেছেন ৫ জন। এমন পরিস্থিতে করোনা মোকাবেলায় চিকিৎসা সামগ্রী পাঠিয়ে সাহায্যের হাত বাড়াল চীন।