বিসিবি পরিচালক আকরাম খানের বাড়ি থেকে গৃহকর্মীর লাশ উদ্ধার
রোববার (২৯ আগস্ট) রাতে রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও ফ্যাসিলিটি বিভাগের প্রধান আকরাম খানের বাসা থেকে এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
ডিউটি অফিসার আবু বকর দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "নিহতের নাম সাহিদা আক্তার (২৫)। গতকাল রাতে কাফরুল পুলিশ লাশ উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠিয়েছে।"
তিনি বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে তার মরদেহ রাখা হয়েছে।
ময়নাতদন্তের পর বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে বিসিবির আরেক পরিচালক জালাল ইউনুসের বাড়িতে কর্মরত এক গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়। তার মৃত্যুর ঘটনায় একটি মামলা হয়েছে।
শনিবার (২০ আগস্ট) সকালে জালাল ইউনুসের গুলশানের বাসা থেকে অজ্ঞান অবস্থায় নুরুন নাহার (২৪) কে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে নিহতের পরিবারের সদস্যরা কোনো অভিযোগ করেননি।