খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ছে আরও ৬ মাস
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর পক্ষে মত দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
যথাযথ আনুষ্ঠানিকতা শেষ হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
মন্ত্রী বলেন, "আগের শর্তেই খালেদা জিয়ার সাজার মেয়াদ আগামী ৬ মাসের জন্য স্থগিত থাকবে। এই সময়ে তিনি দেশের বাইরে যেতে পারবেন না এবং দেশের ভিতরেই চিকিৎসা গ্রহণ করবেন।"
খালেদা জিয়ার সাজা স্থগিতের জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়ে তার পরিবারের সদস্যরা গত ১১ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর আবেদন করেন।
৭৬ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছেন।
গত বছরের ১৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হলে সেখানে খালেদা জিয়ার লিভার সিরোসিস ধরা পড়ে। এই সমস্যার কারণে অভ্যন্তরীণ রক্তক্ষরণে ভোগেন তিনি। ৮১ দিন হাসপাতালে থাকার পর চলতি বছরের ১লা ফেব্রুয়ারি তিনি বাড়ি ফিরে আসেন।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি তাকে পাঁচ বছরের কারাদণ্ডাদেশ দেয় নিম্ন আদালত। সেসময় তাকে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে একই বছর আরেকটি দুর্নীতির মামলায় তাকে দোষী সাব্যস্ত করা হয়।
করোনাভাইরাস সংক্রমণ শুরু হলে, ২০২০ সালের ২৫ মার্চ সরকার তার জেল সাজা স্থগিত করে একটি নির্বাহী আদেশের মাধ্যমে সাময়িকভাবে খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্তি দেয়। তখনই সরকারের শর্ত ছিল, দেশ ছাড়তে পারবেন না খালেদা জিয়া; গুলশানে নিজ বাড়িতে থাকতে হবে তাকে।