আবারও ফেলুদাকে পর্দায় নিয়ে আসছেন সৃজিত, প্রকাশ্যে 'ভূস্বর্গ ভয়ঙ্কর' এর পোস্টার!
ফেলুদা এবার কাশ্মীরে! হ্যাঁ, আরও একবার ফেলুদার গোয়েন্দাগিরিকে পর্দায় নিয়ে আসছেন পরিচালক সৃজিত মুখার্জি। শ্রীনগরসহ কাশ্মীরের বিভিন্ন জায়গায় ঘুরে রহস্যের জট খুলবেন ফেলুদা। তার সঙ্গী হিসেবে থাকবেন তোপসে এবং জটায়ু। ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে 'ফেলুদার গোয়েন্দাগিরি'র নতুন সিজনের পোস্টার, এবারের গল্পের নাম 'ভূস্বর্গ ভয়ঙ্কর'!
মঙ্গলবার সন্ধ্যায় নতুন পোস্টারটি প্রকাশ্যে এনেছেন সৃজিত। আর তা দেখেই যেন দর্শকদের উত্তেজনা বাঁধ মানছে না। কবে দেখা যাবে নতুন সিজন? তার উত্তর অবশ্য এখনো মেলেনি। তবে ইতিমধ্যেই শুভেচ্ছা বার্তায় ভরে গিয়েছে পরিচালকের পোস্ট।
সত্যজিৎ রায়ের ছোট গল্প 'ভূস্বর্গ ভয়ঙ্কর'কে পর্দায় মেলে ধরবেন সৃজিত। ওটিটি প্ল্যাটফর্ম 'হইচই'-এ দেখা যাবে সিরিজটি।
সৃজিতের হাত ধরে ফেলুদা হিসেবে আত্মপ্রকাশ করেছেন অভিনেতা টোটা রায় চৌধুরী। লালমোহন গাঙ্গুলী ওরফে জটায়ু হয়েছেন অনির্বাণ চক্রবর্তী। 'তোপসে' কল্পন মিত্র।
সত্যজিৎ রায়ের লেখনির আকর্ষণেই হোক কিংবা সৃজিত মুখার্জির নির্মাণকৌশলের প্রতি নিয়ে বাঙালির আগ্রহের কারণে, টোটা রায়চৌধুরী অভিনীত নতুন ফেলুদাকে নিয়ে প্রথম থেকেই দর্শকের মধ্যে উদ্দীপনা রয়েছে। সৃজিতের প্রতিটি কাজ নিয়েই চলে চুলচেরা বিশ্লেষণ। 'ফেলুদা'ও ব্যতিক্রম নয়। প্রশংসা যেমন আছে, তেমনই আছে সমালোচনাও। তবে সে সবের ঊর্ধ্বে গিয়ে 'ফেলুদার গোয়েন্দাগিরি'র জন্য অপেক্ষায় দর্শক। আরও একবার ফেলুদার সঙ্গে সাক্ষাতের জন্য মুখিয়ে আছেন তারা।