অস্ত্র মামলায় জি কে শামীম ও তার ৭ দেহরক্ষীর যাবজ্জীবন কারাদণ্ড
অস্ত্র মামলায় এসএম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীম ও তার সাত দেহরক্ষীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক শেখ ছামিদুল ইসলাম আজ (২৫ সেপ্টেম্বর) এ রায় ঘোষণা করেন।
জি কে শামীম ও তার সাত দেহরক্ষীকে কাশিমপুর কারাগার থেকে আদালতে আনা হয়। দুপুরে আদালত এ রায় ঘোষণা করেন।
২০১৯ সালে ঢাকায় ক্যাসিনোবিরোধী অভিযান শুরু করে র্যাব। ঐ অভিযানে জি কে শামীমসহ যুবলীগের শীর্ষ কয়েকজন নেতা ক্যাসিনোকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার হন।
সে বছরের ২০ সেপ্টেম্বর রাজধানীর নিকেতনের অফিস থেকে ৭ দেহরক্ষী ও বিপুল পরিমাণ নগদ টাকা, এফডিআর ও স্বর্ণালঙ্কারসহ গ্রেপ্তার করা হয় যুবলীগের কেন্দ্রীয় কমিটির তৎকালীন সমবায় বিষয়ক সম্পাদক জি কে শামীমকে।
তার বিরুদ্ধে অস্ত্র, অর্থপাচার ও মাদক- তিনটি মামলা দায়ের হয়।
পরে ওই বছরের ২৭ অক্টোবর অস্ত্র মামলায় আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে র্যাব।