সপ্তমবারের মতো বিশ্বের সেরা এয়ারলাইনের পুরস্কার জিতে নিল কাতার এয়ারওয়েজ
যুক্তরাজ্যভিত্তিক এয়ারলাইন ও বিমানবন্দর রিভিউ র্যাঙ্কিং সাইট স্কাইট্র্যাকসের বিচারে বিশ্বের সেরা এয়ারলাইনের স্বীকৃতি পেয়েছে কাতার এয়ারওয়েজ। ১৯৯৯ সালে এই র্যাঙ্কিং চালু হওয়ার পর এই নিয়ে সপ্তমবারের মতো শীর্ষ এয়ারলাইনের পুরস্কার বগলদাবা করল কাতার এয়ারওয়েজ।
স্কাইট্র্যাকস ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ডস ২০২২-এর জন্য শুক্রবার (২৩ সেপ্টেম্বর) লন্ডনের ল্যাংহাম হোটেলে এভিয়েশন শিল্পের নেতারা জড়ো হন। বিশ্বের শীর্ষ এয়ারলাইন বাছাই করার জন্য ১০০টিরও বেশি দেশে ১৪ মিলিয়নেরও বেশি গ্রাহকের ওপর জরিপ চালিয়েছে স্কাইট্র্যাকস।
কাতারের এয়ারলাইনটি আরও আটটি পুরস্কার বগলদাবা করেছে। সেগুলোর মধ্যে আছে—সেরা বিজনেস ক্লাস, সেরা বিজনেস ক্লাস সিট, সেরা বিজনেস ক্লাস লাউঞ্জ ডাইনিং প্রভৃতি।
দুই মাস আগে এয়ারলাইনরেটিংস ডটকমের র্যাঙ্কিংয়েও বিশ্বের সেরা এয়ারলাইনের স্থান দখল করেছিল কাতার এয়ারওয়েজ।
কাতার এয়ারওয়েজ গ্রুপের প্রধান নির্বাহী আকবর আল বাকের বলেন, 'কাতার এয়ারওয়েজ যখন গঠন হয়, তখনই একে বিশ্বের সেরা এয়ারলাইনের কাতারে নাম লেখানো অন্যতম লক্ষ্য ছিল। কিন্তু সপ্তমবারের মতো সেরার পুরস্কার জেতা এবং তিনটি অতিরিক্ত পুরস্কার জিতে নেওয়া আমাদের অসাধারণ কর্মীদের কঠোর পরিশ্রমের ফল।'
তিনি আরও বলেন, 'যে বছর আমরা আমাদের ২৫তম বার্ষিকী উদযাপন করছি সেই বছরেই এই পুরস্কারগুলো জেতা আরও বেশি খুশির। আর যেসব যাত্রীরা আমাদের পক্ষে ভোট দিয়েছেন, তাদের আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। আপনাদের সমর্থন আমাদের প্রতিদিন আরও বড় সাফল্যের দিকে নিয়ে যাচ্ছে।'
জরিপ ফলাফলের ৩৫০টিরও বেশি এয়ারলাইনকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এর মধ্যে বিশ্বের দ্বিতীয় সেরা বিমান সংস্থার স্বীকৃতি জিতে নিয়েছে সিঙ্গাপুর এয়ারলাইনস, তৃতীয় স্থান দখল করেছে এমিরেটস, চতুর্থ স্থান এএনএ অল নিপ্পন এয়ারওয়েজ ও পঞ্চম স্থান দখল করেছে ক্যান্টাস এয়ারওয়েজ।
স্কাইট্র্যাকসের জরিপ অনুসারে, ২০২২ সালের বিশ্বের শীর্ষ ২০ এয়ারলাইন হলো:
১. কাতার এয়ারওয়েজ
২. সিঙ্গাপুর এয়ারলাইনস
৩. এমিরেটস
৪. এএনএ (অল নিপ্পন এয়ারওয়েজ)
৫. ক্যান্টাস এয়ারওয়েজ
৬. জাপান এয়ারলাইনস
৭. টার্কিশ এয়ারলাইনস
৮. এয়ার ফ্রান্স
৯. কোরিয়ান এয়ার
১০. সুইস ইন্টারন্যাশনাল এয়ার লাইনস
১১. ব্রিটিশ এয়ারওয়েজ
১২. ইতিহাদ এয়ারওয়েজ
১৩. চায়না সাউদার্ন এয়ারলাইনস
১৪. হাইনান এয়ারলাইনস
১৫. লুফথানসা
১৬. ক্যাথে প্যাসিফিক
১৭. কেএলএম
১৮. ইভা এয়ার
১৯. ভার্জিন আটলান্টিক
২০. ভিস্তারা