গম, ভুট্টা উৎপাদনে ১,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন প্রকল্প ঘোষণা বাংলাদেশ ব্যাংকের
দেশের খাদ্য চাহিদা পূরণের লক্ষ্যে গম ও ভুট্টার উৎপাদন বাড়াতে ১ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন প্রকল্পের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের কৃষি ঋণ বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলারও জারি করেছে।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর একেএম সাজেদুর রহমান খানের উপস্থিতিতে এই প্রকল্পের অধীনে ঋণ বিতরণ ও পুনঃঅর্থায়ন করতে ইচ্ছুক ব্যাংকগুলো ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এক অংশগ্রহণ চুক্তিতে স্বাক্ষর করে।
অংশগ্রহণ চুক্তিতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগের পরিচালক মোঃ আবুল কালাম আজাদ স্বাক্ষর করেন।
এ সময় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ আওলাদ হোসেন চৌধুরীসহ কৃষিঋণ অধিদপ্তর ও সংশ্লিষ্ট ব্যাংকগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।