অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক, জিডি দায়ের
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। গত ২৪ সেপ্টেম্বর হোয়াটসঅ্যাপে একটি সন্দেহজনক নাম্বার থেকে আসা কল রিসিভ করার পর তার ফেসবুক আইডিটি হ্যাক হয়। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি দায়ের (জিডি) করা হয়েছে।
২৭ সেপ্টেম্বর ধানমন্ডি মডেল থানায় দায়ের করা সাধারণ ডায়েরিতে ওয়াহিদউদ্দিন মাহমুদ উল্লেখ করেন, তিনি ২৪ সেপ্টেম্বর হোয়াটসঅ্যাপে +1 (240)813-3507 নাম্বার থেকে একটি কল পান। নাম্বারটিতে প্রোফাইল ছবি হিসেবে ছিল ফেসবুকের লোগো। ফোনে তাঁর কাছে অথেনটিকেশন কোড নাম্বার চাওয়া হয়।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বারবার চেষ্টা করেও তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করতে ব্যর্থ হন। ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত ইমেইল আইডিও পরিবর্তন করেছে হ্যাকাররা।
হ্যাকাররা তাঁর পাসপোর্ট এবং এনআইডি-র ছবিও পায় বলে জিডিতে তিনি অভিযোগ করেন।