শুটিং ইউনিট নিয়ে আটকে পড়েছে পরীমনিদের লঞ্চ
প্রায় শতাধিক মানুষের শুটিং ইউনিট নিয়ে খুলনা আটকে আছেন নির্মাতা আবু রায়হান জুয়েল। সেখানে সরকারি অনুদান পাওয়া 'অ্যাডভেঞ্জার অব সুন্দরবন' সিনেমার শুটিং করতে গিয়েছিলেন তারা।
কথাসাহিত্যিক মুহম্মদ জাফর ইকবালের গল্প অবলম্বনে নির্মাণাধিন ছবিটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন পরীমনি ও সিয়াম আহমেদ। ছবির শুটিং করতে ১৪ মার্চ ইউনিট নিয়ে সুন্দরবন যান তারা।
তবে ছবির কিছু অংশের শুটিং করলেও ফেরার পথে তারা আটকা পড়েছেন। করোনা ভাইরাস মোকাবেলায় দেশের সব রুটে যাত্রাবাহী লঞ্চ চলাচল বন্ধ থাকায় তারাও ফিরতে পারছেন না ঢাকায়। লঞ্চে ওই দুই অভিনয়শিল্পীর সঙ্গে আছেন বেশ কিছু শিশু কিশোর অভিনয়শিল্পী, কলাকুশলী, ছবির প্রযোজক প্রমুখ।
পরিচালক আবু রায়হান জুয়েল দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, ২৪ মার্চ থেকে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণার পর ২৬ মার্চ পুরো ইউনিট নিয়ে ফেরার পথে খুলনার দাকোপ এলাকায় কোস্টগার্ডের বাধার মুখে পড়েন তারা। এ কারণে থাকতে হচ্ছে দাকোপ পার হয়ে কোনো একটি জায়গায় মাঝ নদীতে।
তবে আশার কথা, এরইমধ্যে স্থানীয় প্রশাসনের সঙ্গে তার কথা হয়েছে। তারা ঢাকার ফেরার মৌখিক অনুমতি দিয়েছেন। আগামীকাল যাত্রা শুরু করতে পারে লঞ্চটি।
পরিচালক আরও বলেন, 'আমরা ফেরার অনুমতি পেয়েছি। তবে লঞ্চ মালিকদের সংগঠন থেকে একটা অনুমতি লাগবে। কারণ আমাদের নামিয়ে দিয়ে আবার ফিরতে হবে তাদের। সেই অনুমতির অপেক্ষা করছি। তবে রওনা দিলেও ফিরতে কমপক্ষে তিনদিন লেগে যেতে পারে আমাদের।'
আটকে প্রসঙ্গে তিনি বলেন, আমরা লঞ্চে টুকটাক শুটিং করছি। তবে সবাই একটু চিন্তায় আছি।
করোনা পরিস্থিতি বিবেচনায় শুটিং ইউনিটে পর্যাপ্ত সতকর্তামূলক ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানিয়েছেন পরিচালক। তিনি বলেন, 'যারা খাবার পরিবেশন করছেন, তাদের মাস্ক, গ্লাভসের ব্যবস্থা
করা হয়েছে। আমরা এ ব্যাপারে খুবই সর্তক আছি। কেউ বাইরে গেলে যথাযথ ব্যবস্থা নিয়ে যাচ্ছেন এবং ফিরছেন। এছাড়া চিকিৎসকের পরামর্শও নিচ্ছি আমরা।'
খুলনা ঘাটে ও ঢাকার সদরঘাটে একটা বড় অংশের শুটিং হওয়ার কথা রয়েছে। কিন্তু সেটা এখন আর সম্ভব নয় বলে জানান পরিচালক। এখন দ্রুত বাড়ি ফেরার দিকে জোর দিচ্ছেন তারা। এছাড়া সুন্দরবন অংশের শুটিং বাকি রেখেছেন পরিচালক। তাই পরিস্থিতি ভালো হলে পুরো ইউনিটের আবারও তাদের সুন্দরবন আসতে হবে। এ কারণে খরচও বেড়ে যাচ্ছে ছবির।
পরিচালক জানালেন, 'কমপক্ষে ২০-২৫ লাখ টাকা খরচ বাড়বে। তবে ঢাকায় ফিরে প্রযোজনা প্রতিষ্ঠানসহ সবার সঙ্গে বসেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।'
এদিকে লঞ্চেই ২৯ মার্চ পালন করা হয় সিয়াম আহমেদের জন্মদিন। নিজেরাই কেক বানিয়ে চমকে দেন সিয়ামকে। ছোট্ট অভিনয়শিল্পীদের সঙ্গে নিয়ে সেই কেক কাটেন সিয়াম।
২০১৮-২০১৯ অর্থবছরে 'নসু ডাকাত কুপোকাত' নামে অনুদান পাওয়ার পর ছবির নাম বদলে 'অ্যাডভেঞ্চার অব সুন্দরবন' রাখা হয়। এটির চিত্রনাট্য লিখেছেন জাকারিয়া সৌখিন।
মুহম্মদ জাফর ইকবালের 'রাতুলের রাত রাতুলের দিন' অবলম্বনে সরকারি অনুদানে নির্মিতব্য এই চলচ্চিত্রের সহ-প্রযোজনায় রয়েছে বঙ্গবিডি।