বৃষ্টিতে ঢাকায় দীর্ঘ যানযট, দুর্ভোগে যাত্রীরা
রোববার (২ অক্টোবর) সকালে টানা বৃষ্টির কারণে রাজধানীতে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। এতে ঢাকা শহরের যান চলাচল প্রায় স্থবির হয়ে পড়ে।
যানজটের কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন অফিসগামী ও শিক্ষার্থীরা। অনেকে কোনো গণপরিবহন না পেয়ে পায়ে হেঁটে নিজেদের গন্তব্যে যেতে বাধ্য হয়েছেন। আবার অনেক রাস্তা বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ায় হেঁটে গন্তব্যে পৌছাতেও ভোগান্তি পোহাতে হয়েছে অনেককে।
বিমানবন্দর সড়কে চলাচলকারী যাত্রীরা অভিযোগ করেন, দীর্ঘক্ষণ যানজটে বসে থাকার কারণে অনেকেরই অফিসে পৌঁছাতে দেরি হচ্ছে।
মহাখালী ট্রাফিক জোনের সহকারী কমিশনার আশফাক আহমেদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "বৃষ্টি এবং বিমানবন্দর সড়কে চলমান উন্নয়ন কাজের কারণে সকাল থেকেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।"
"আমরা যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছি," বলেন তিনি।
এমন পরিস্থিতির সুযোগ নিয়ে কিছু রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে বলেও অভিযোগ করেন অনেকে।
দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টির কারণে অনেকেই ঘরের ভেতরে থাকতে বাধ্য হয়েছেন।
বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ায় আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে আরও বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি)।
"রোববার (২ অক্টোবর) খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে; ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে," শনিবার (১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে এ তথ্য জানানো হয়।
অধিদপ্তর আরও জানায়, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে এবং মৌসুমী বায়ুর অক্ষ ভারতের উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ (ডব্লিউবি) হয়ে বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত হয়েছে।