‘হ্যালো পশ্চিমা রীতি’ – সরকারি কর্মচারীদের বান্দে মাতরম বলার নির্দেশ মহারাষ্ট্র সরকারের
রাজ্য সরকারের কর্মকর্তা-কর্মচারীদের 'হ্যালো' সম্বোধন করতে নিষেধ করেছে ভারতের মহারাষ্ট্র রাজ্য সরকার।
দ্য টাইমসের এক প্রতিবেদনে এবিষয়ে রাজ্য সরকারের বক্তব্য তুলে ধরা হয়।
রাজ্য সরকার বলেছে, 'হ্যালো' বলাটা (ভারতীয় পরিচয়ের সাথে) খুবই বৈশিষ্ট্যহীন ও 'পশ্চিমা' রীতি। এর পরিবর্তে তাদের 'বান্দে মাতরম' বলে সম্বোধন করা উচিত।
মহারাষ্ট্রের বর্তমান সরকারে প্রাধান্য রয়েছে বিজেপি। শিবসেনা সরকারের বর্তমান মুখ্যমন্ত্রীও কেন্দ্রীয় সরকারে থাকা বিজেপিকে সমর্থন দিচ্ছেন।
এই অবস্থায় ভারতীয় সংস্কৃতি বলে আসলে 'হিন্দু ধর্মের সাংস্কৃতিক পরিচয়কে' সরকারি কাজে আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ভারতীয় পত্রিকাটি উল্লেখ করেছে।