যুদ্ধ করতে নিজের কিশোর ছেলেদের ইউক্রেনে পাঠাবেন কাদিরভ
রুশ বাহিনীর হয়ে ফ্রন্ট লাইনে যুদ্ধ করতে শীঘ্রই নিজের কিশোর বয়সী তিন ছেলেকে ইউক্রেনে পাঠানোর ঘোষণা দিয়েছেন চেচেন নেতা রমজান কাদিরভ।
সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক দীর্ঘ পোস্টে এ ঘোষণা দিয়ে কাদিরভ বলেন, "একজন বাবার উচিত তার ছেলেদের শেখানো যে, কীভাবে নিজের পরিবার, জনগণ এবং পিতৃভূমিকে রক্ষা করতে হয়।"
১৪, ১৫ ও ১৬ বছর বয়সী তিন ছেলেকে যুদ্ধে পাঠানোর ঘোষণায় কাদিরভ আরও বলেন, ছোটবেলা থেকেই সামরিক প্রশিক্ষণ প্রাপ্ত তার ছেলেদের এবার সত্যিকারের যুদ্ধে যাওয়ার সময় এসেছে।
মস্কোপন্থী রমজান কাদিরভ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ট মিত্র, যদিও সম্প্রতি তিনি ইউক্রেনে রাশিয়ার সামরিক নেতৃত্বের সমালোচনা করেছেন। কাদিরভের মতে, রাশিয়ার উচিত ইউক্রেনে আরও শক্তিশালী সামরিক পদক্ষেপ নেওয়া।
এদিকে, ১৮ বছরের কম বয়সী শিশুদের সরাসরি যুদ্ধে অংশগ্রহণ ঠেকাতে জাতিসংঘের একটি চুক্তিতে স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে রাশিয়াও রয়েছে। এছাড়া, যুদ্ধে ১৫ বছরের কম বয়সীদের অংশগ্রহণ যুদ্ধাপরাধ হিসেবে বিবেচনা করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। তবে আইসিসির এই বিধানকে এখনও স্বীকৃতি দেয়নি রাশিয়া।
চেচেন নেতা সেইসব 'ফাঁকা বুলি আওড়ানো' লোকদের লক্ষ্য করে নিজের ছেলেদের যুদ্ধে পাঠানোর ঘোষণা দিয়েছেন, যারা দাবি করে আসছিলেন কাদিরভের ঘনিষ্ট ও প্রিয়জনরা ইউক্রেনে সামরিক অভিযানে অংশ নিচ্ছে না।
টেলিগ্রামের পোস্টটির সঙ্গে ছেলেদের প্রশিক্ষণ নেওয়ার একটি ভিডিও শেয়ার করেছেন কাদিরভ। যেখানে দেখা যায়, প্রশিক্ষণ মাঠে তার ছেলেরা বিভিন্ন ধরনের অস্ত্র চালাচ্ছে।
২০০৭ সাল থেকে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় চেচনিয়া প্রজাতন্ত্র শাসন করছেন রমজান কাদিরভ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে ওই বছরই এ অঞ্চলের প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করেন।
- সূত্র: বিবিসি