রাজধানীতে ট্রাকের ধাক্কায় ট্রাফিক পুলিশ নিহত
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় কর্তব্যরত অবস্থায় ট্রাকের ধাক্কায় ট্রাফিক পুলিশের একজন সদস্য নিহত হয়েছেন।
নিহত পুলিশ সদস্যের নাম মোহাম্মদ খায়রুল (৩০)। তিনি ট্রাফিক পুলিশের সহকারী সাব-ইন্সপেক্টর ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে যাত্রাবাড়ী মোড়ে একটি ট্রাক এএসআই খায়রুলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
এরপর তাকে হাসপাতালের জরুরী বিভাগে আনা হলে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে গত ৬ মার্চ মিরপুর টেকনিক্যাল মোড়ে ট্রাকের ধাক্কায় আবদুল মজিদ (৩৫) নামের আরেক ট্রাফিক কনস্টেবল নিহত হন।